আপনজন ডেস্ক: কানাডায় ধীরে ধীরে বাড়ছে স্বেচ্ছা মৃত্যুর সংখ্যা। গত পাঁচ বছরে এই সংখ্যা শুনলে চমকে যাবে সকলে। যা নিয়ে হইচই বিশ্ব দুনিয়ায়। গবেষণা বলছে, ২০২৩ সালে স্বেচ্ছামৃত্যুর হার বেড়েছে প্রায় ১৬ শতাংশ, যদিও আগের বছর বড়েছিল ৩১ শতাংশ। স্বেচ্ছামৃত্যু গ্রহণকারীদের ৯৬ শতাংশ ছিলেন শ্বেতাঙ্গ।
দেশটিতে ২০১৬ সালে ইচ্ছামৃত্যুকে আইনত বৈধতা দেয়া হয়েছিল। যারা অবসাদগ্রস্ত অবস্থায় দিন গুনছেন, বেঁচে থাকার ইচ্ছে নেই তাদের জন্য স্বেচ্ছামৃত্যুর বৈধতা দেয়া হয়েছিল। অবশ্য স্বেচ্ছামৃত্যু যে কেউ বেছে নিতে পারে না। কেননা এর নির্দিষ্ট কিছু নিয়মাবলী ও শর্ত রয়েছে। যে কারোর জন্য প্রযোজ্য নয়।
তবে কুইবেক প্রদেশে ইচ্ছামৃত্যুর হার সবচেয়ে বেশি, যা দেশের মোট ইচ্ছামৃত্যুর ৩৭ শতাংশ। এর কারণ নির্ধারণে কুইবেক সরকার একটি গবেষণা শুরু করেছে।
কানাডায় ইচ্ছামৃত্যু আইন নিয়ে দেশটিতে এখন আলোচনা-সমালোচনা চলমান রয়েছে। ২০২১ সালে এর আওতা সম্প্রসারিত করে এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়, যাদের মৃত্যুর নিকট সম্ভাবনা নেই কিন্তু দীর্ঘমেয়াদী সমস্যায় ভুগছেন। মানসিক রোগীদের জন্য এই স্বেচ্ছামৃত্যুকে বৈধতা দেয়া হয়েছে। কিন্তু এভাবে স্বেচ্ছামৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় উদ্বিগ্ন দেশটির সরকার।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct