আপনজন ডেস্ক: এক সপ্তাহ আগেই রেকর্ড গড়লেন। করেছেন ২৮ বলে সেঞ্চুরি। সৈয়দ মুশতাক আলী ট্রফিতে করা সে সেঞ্চুরি ছিল টি-টোয়েন্টিতে ভারতীয় কোনো ব্যাটসম্যানের করা দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।
একই টুর্নামেন্টে আজ আবারও সেঞ্চুরি করলেন উর্বিল প্যাটেল। গুজরাটের এই উইকেটকিপার ব্যাটসম্যান এবার সেঞ্চুরি করেছেন ৩৬ বলে। উত্তরাখন্ডের বিপক্ষে খেলেছেন ৪১ বলে ১১৫ রানের অপরাজিত ইনিংস।
২৮ বলে সেঞ্চুরির দিনে ১২টি ছক্কা মেরেছিলেন উর্বিল। আজ তাঁর ইনিংসে ছিল ১১টি ছক্কা ও ৭টি চার। তাঁর এই ইনিংসে উত্তরাখন্ডের ১৮২ রান ১৩.১ ওভারে ২ উইকেট হারিয়ে টপকে যায় গুজরাট। মুশতাক আলী ট্রফিতে এটি তৃতীয় দ্রুততম সেঞ্চুরি। তালিকার ২ নম্বরে আছে ঋষভ পন্তের ৩২ বলে সেঞ্চুরি। তিনি ২০১৮ সালে এই মুশতাক আলী ট্রফিতেই ৩২ বলে সেঞ্চুরি করেছিলেন। সব মিলিয়ে স্বীকৃতি টি-টোয়েন্টিতে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি সাহিল চৌহানের।
ভারতীয় বংশোদ্ভূত চৌহান আন্তর্জাতিক ক্রিকেট খেলেন এস্তোনিয়ার হয়ে। গত জুনে সাইপ্রাসের বিপক্ষে ২৭ বলে তিন অঙ্ক ছুঁয়ে বিশ্ব রেকর্ড গড়েন এস্তোনিয়ার মিডলঅর্ডার ব্যাটসম্যান। তবে এক জায়গায় উর্বিল একটু বিশেষ। একমাত্র তাঁরই ৪০ বলের কম খেলে দুটি সেঞ্চুরি আছে।
মুশতাক ট্রফিতে এমন পারফর্ম করা উর্বিলই আইপিএল নিলামে দল পাননি। মাত্র ৩০ লাখ পাকা ভিত্তিমূল্যে থাকার পরও কোনো দলই ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান উর্বিল প্যাটেলের প্রতি আগ্রহ দেখায়নি। সেই আক্ষেপই যেন মাঠে ঝাড়ছেন তিনি।
২০২৩ সালে গুজরাট টাইটানস ২০ লাখ পাকাতে তাঁকে কিনেছিল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct