জিয়াউল হক , হুগলি, আপনজন: সরকারি জমি দখল করে অবৈধভাবে দলিল করে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল ১ তৃণমূল নেতার বিরুদ্ধে , জানা যাচ্ছে পোলবা দাদপুর ব্লকের আলিনগর কাশ্বাড়া এলাকায় পশ্চিমবঙ্গ সরকারের ৫৩ শতক জমি রয়েছে, যে জমির বেশিরভাগই ওই এলাকার নেতা রুহুল আমিন সাধারণ মানুষকে দলিল বানিয়ে বিক্রি করে দিয়েছে, যদিও এলাকাবাসীদের অভিযোগ জমি কেনার পর থেকে কোন রকম ভাবেই তারা সম্পূর্ণ কাগজ তৈরি করতে পারছেন না, তাদেরই পার্শ্ববর্তী একটি জমি ফাঁকা পড়েছিল, ২ দিন আগে হঠাৎ করেই সেখানে কয়েকজন মানুষ সীমানা পাঁচিল দিতে আসলে রুখে দাঁড়ান এলাকাবাসী, সাথে সাথে সেখানে এসে পৌঁছান পোলবা দাদপুর ব্লকের সহ-সভাপতি তানসেন আলী মন্ডল তিনি দেখেন এই জমি ও বিক্রি হয়ে গেছে, বিক্রির নেপথ্যে রয়েছেন সেই রুহুল আমিন, সাথে সাথেই তিনি ব্লকের বি এল আর ও কে বিষয়টি খতিয়ে দেখার আবেদন করেন, এ বিষয়ে বি এল আর ও জানিয়েছিলেন অবশ্যই আমরা খতিয়ে দেখব যদি পশ্চিমবঙ্গ সরকারের জমি হয়, তাহলে আমরা যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করব। বৃহস্পতিবার দুপুরে ঐ জমিটিকে খতিয়ে দেখতে আসেন পোলবা দাদপুর ব্লকের বিডিও ও বিএলআরও সেখানে এসে তারা সাফ জানিয়ে দেন এ জমি পশ্চিমবঙ্গ সরকারের , সাথে সাথেই পদক্ষেপ গ্রহণ করে জমিটিকে সরকারের দখলে এনে তাতে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়, এরপরে বি এল আর ও বা বিডিও কোনরকম প্রতিক্রিয়া না মিললেও, জেলা পরিষদের সভাধিপতি জানান পশ্চিমবঙ্গ সরকারের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন সরকারের জমি কোনরকম ভাবে দখল করা যাবে না, তাই সেই নির্দেশ মতো বি এল আর ও বিডিও যে কাজ করেছে তাদের সাধুবাদ জানাই ,
অন্যদিকে এলাকার ওই নেতার বিরুদ্ধে একাধিক জমি জালিয়াতির অভিযোগ রয়েছে যা খতিয়ে দেখছে প্রশাসন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct