রঙ্গিলা খাতুন, কান্দি, আপনজন: আগামী বিধানসভা নির্বাচনের আগে লড়াইয়ের মাঠ বুঝে নিতে এখন থেকেই ঝাঁপাতে শুরু করছে রাজ্যের শাসক দল। ইউসুফ পাঠানকে সঙ্গে নিয়ে কান্দিতে বিজয়া সম্মিলনী করলো কান্দি তৃণমুল কংগ্রেস।
রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদের কান্দিতে কান্দি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বুধবার কান্দি ব্লক মোড়ে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান, কান্দির বিধায়ক অপূর্ব সরকার, কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থ প্রতীম সরকার এবং পৌরপিতা জয়দেব ঘটকসহ অন্যন্য নেতৃত্ব । প্রসঙ্গত বিজয়া সম্মিলনীর দৌলতে আগামী নির্বাচনের আগে জনমতের ভিত আরও মজবুত করতেই এই আয়োজন বলে ধারণা রাজনৈতিক মহলে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct