এম মেহেদী সানি, বনগাঁ, আপনজন: উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ মহকুমার অটো রিক্সা চালক-মালিকদের দীর্ঘদিনের সমস্যার অবসান হতে চলেছে। অটো রিক্সার রেজিস্ট্রেশন, লাইসেন্স, পুনর্নবীকরণ, রুট অনুমোদনের ক্ষেত্রে দীর্ঘদিন সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন জেলার আরটিও বোর্ডের সদস্য বাদল মিত্র। শুক্রবার বনগাঁ সাংগঠনিক জেলা আইএনটিটিইউসির পক্ষ থেকে বনগাঁ মহকুমার অন্তর্গত প্রত্যেকটি অটো রিক্সা ইউনিয়নের শ্রমিকদের সমস্যা সমাধানের লক্ষ্যে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। ওই সভা থেকে সমাধান সূত্র পাওয়া গেছে বলে মনে করছেন অটো রিক্সার চালক-মালিকরা। শুক্রবার সভায় উপস্থিত অটো রিক্সা চালক-মালিকদের থেকে জানা গিয়েছে, নতুন নতুন একাধিক সরকারি নিয়মের জেরে দৈনন্দিন বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয় অটো রিক্সার চালক-মালিকদের। কোন দিন হঠাৎ করেই রাস্তায় চলাচল বন্ধ হয়ে যায় তা নিয়ে আশঙ্কায় থাকেন তাঁরা। অটো রিক্সার রেজিস্ট্রেশন, লাইসেন্স, পুনর্নবীকরণ, রুট অনুমোদনের ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই কোনো সুরাহা হচ্ছিল না। এই সংশ্লিষ্ট বিষয়টি তাঁরা বনগাঁ সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি’র সভাপতি নারায়ণ ঘোষকে জানান। সমস্যার সমাধানের লক্ষ্যে অটো রিক্সার চালক-মালিকদের নিয়ে নারায়ণ ঘোষের তত্ত্বাবধানে আয়োজিত সভায় ডাকা হয় জেলার আরটিও বোর্ডের সদস্য বাদল মিত্রকে। আরটিও বোর্ডের সদস্যকে পেয়ে অটো রিক্সা ইউনিয়নের চালক-মালিকরা তাদের সমস্যার কথা তুলে ধরে তার দ্রুত সমাধানের অনুরোধ করেন। বনগাঁ সাংগঠনিক জেলা আইএনটিটিইউসির সভাপতি নারায়ণ ঘোষও একইভাবে জানান, ‘শ্রমিকদের স্বার্থে আজ আমরা সংগঠিত হয়েছি।’ এ সময় উপস্থিত যে সমস্ত অটো চালকদের রুট পারমিট নেই তাদেরকে হাত তুলতে অনুরোধ করেন, দেখা যায় সকলেই হাত তুলেছেন। নারায়ন বলেন, আরটিও বোর্ডের সদস্য এসেছেন, তিনি বিষয়টি সমাধানের চেষ্টা করবেন। আইএনটিটিইউসি’র এখানে হাত নেই, তবে সমস্যাগুলো যাতে দ্রুত সমাধান হয় সেজন্য অনুরোধ করবো। সমস্যা জেনে, আরটিও বোর্ডের সদস্য বাদল মিত্র দ্রুত সমাধানের আশ্বাস দেন। বলেন, বিধানসভা অনুযায়ী পৃথকভাবে সমস্ত অটো রুটের আওতায় থাকা অটো রিক্সা চালক, মালিকদের তথ্য পরিসংখ্যান তুলে ধরে একটি তালিকা প্রস্তুত করুন, আমি যত দ্রুত সম্ভব আরটিওকে দিয়ে তা সমাধানে চেষ্টা করব। সাবেক আরটিও বোর্ডের সদস্য বনগাঁর তৃণমূল নেতা গোপাল শেঠের সময় বনগাঁ এলাকার অটো চালকদের সমস্যা কেন সমাধান হয়নি তা নিয়েও প্রশ্ন তোলেন বাদল। তিনি আরও বলেন, ‘আমরা চাই না কেউ কর্মহীন হয়ে পড়ুক।’ আরটিও বোর্ডের সদস্যের আশ্বাসে কার্যত খুশির হাওয়া অটো চালক মালিকদের মুখে, এখন দেখার কত দ্রুত তাদের সমস্যার সমাধান হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct