নিজস্ব প্রতিবেদক, বসিরহাট, আপনজন: বাংলাদেশে কোটা আন্দোলনের জেরে ঘোজাডাঙ্গা স্থল বন্দরে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছে গাড়ি, বহু কাঁচামাল নষ্টের আশঙ্কা করছে ট্রাক চালকরা। রবিবার সকালে ঘোজাডাঙ্গা সীমান্ত গিয়ে দেখা গেল সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে রয়েছে কাঁচামাল বোঝায় ট্রাক। বাংলাদেশে কোটা আন্দোলনের জেরে স্তব্ধ পর্নবাহী গাড়ি চলাচল। পাশাপাশি বহু মানুষ বাংলাদেশ থেকে আতঙ্কে ফিরছে ভারতে।
ঘোজাডাঙ্গার একটি ট্রাক চালক রফিকুল ইসলাম বলেন, আমি এই দুইদিন ধরে ট্রাকে করে কাঁচামাল নিয়ে দাঁড়িয়ে রয়েছি, এক্সপোর্ট ইমপোর্ট বন্ধ। কবে স্বাভাবিক হবে জানিনা। কাঁচামাল রয়েছে পচে যাওয়ার আশঙ্কা। এদিন ঘোজাডাঙ্গা ক্লিয়ারিং ফরওয়ার্ডিং অ্যাসোসিয়েশনের সম্পাদক সঞ্জীব মন্ডল বলেন, আমরা কিভাবে এই গাড়িগুলো ওপারে নিয়ে যাব, ইন্টারনেট পরিষেবা বন্ধ, এখনতো হাতে কোমল কলমে কিছুই করা যায় না। ইন্টারনেট না থাকলে কিভাবে ওপারে মাল পাঠাবো। যতক্ষণ না ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত মালবাহী ট্রাক আমরা ওপারে পাঠাতে পারছি না। যার জন্য কাঁচামাল যেগুলো রয়েছে সেইগুলো নিয়ে বিশেষ সমস্যা তৈরি হয়েছে। পাশাপাশি বাংলাদেশে কার্ফু জারি হয়েছে। ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় এপারের মাছ ব্যবসায়ীরা অনলাইনে ওখানকার ব্যবসায়ীদের টাকা পাঠাতে পারছেন না। নতুন অর্ডারও দিতে পারছেন না। বাংলাদেশ থেকে এ রাজ্যে গাড়িও কম আসছে। এক মাছ ব্যবসায়িক কথায়,বাংলাদেশে অশান্তি জারি থাকলে এপারের মাছ ব্যবসায়ীদের বিপদ আরও বাড়বে। বর্ষাকালে বাংলাদেশ থেকে পদ্মার ইলিশ আমদানিও না হতে পারে এই একই কারণে”।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct