আমীরুল ইসলাম, বোলপুর, আপনজন: সদ্য ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতন ঘোষিত হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের আমলে বহু পুরনো গাছ কাটার অভিযোগ। সরব হয়েছেন ঠাকুর পরিবারে অন্যতম সদস্য সুপ্রিয় ঠাকুরের ছেলে সুদীপ্ত ঠাকুর সহ শান্তিনিকেতনের বাসিন্দারা। ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা হওয়ার পর শান্তিনিকেতন আলাদা মাত্রা স্বীকৃতি পেয়েছে। বিশ্বভারতী এলাকা চত্বরে রতন পল্লীতে বহু পুরনো গাছগুলি কাটার অভিযোগ উঠেছিল। কিন্তু প্রশ্ন একটাই কিভাবে পুরাতন গাছ কাটতে পারে। এর কোন সদুত্তর মেলেনি। তাই ক্ষুব্ধ শান্তিনিকেতন ও বোলপুরবাসী এলাকার মানুষেরা। আজকে শান্তিনিকেতন ও বোলপুরবাসি একত্রিত হয়ে বিশ্বভারতী উপাচার্যের কাছে লিখিত ডেপুটেশন দেন। যাতে শান্তিনিকেতন এলাকায় গাছ বাঁচানো যায় এবং পরিবেশ সুরক্ষা স্বার্থে গাছকে বাঁচিয়ে রাখতে হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct