চন্দনা বন্দ্যোপাধ্যায়, জয়নগর, আপনজন: ১৫৪ বছরের প্রাচীন জয়নগর মজিলপুর পুরসভা এলাকায় ৩ কোটি ১০ লক্ষ টাকায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র নির্মাণের কাজ চলছে। এর জেরে পচনশীল ও অপচনশীল পদার্থের পৃথকীকরন কাজ সহজ হবে বলে মনে করেন পুরসভা প্রশাসনের কর্তাব্যক্তিরা। পুরসভার চেয়ারম্যান সুকুমার হালদার বলেন, ৩ কোটি ১০ লক্ষ টাকায় এই কেন্দ্র নির্মাণ চলছে। পুরসভার সব ওয়ার্ডের বর্জ্য পদার্থ এখানে ফেলা হবে। তারপর তা পৃথকীকরন করে সার উৎপন্ন করে তা বাজার জাত করা হবে।পুরসভা থেকে কিছু দূরে জয়নগর ২ নং ব্লকের সাহাজাদাপুর গ্রাম পঞ্চায়েতের ময়লাপোতা এলাকায় ১০ বিঘা জমিতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রের নির্মাণের কাজ চলছে জোরকদমে।সম্প্রতি এর উদ্বোধন করেছেন জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস। জয়নগর মজিলপুর পুরসভা ১৪টি ওয়ার্ড নিয়ে গঠিত।জন সংখ্যা প্রায় ৩০ হাজার। প্রত্যেক ওয়ার্ডের পুর নাগরিকদের পচনশীল ও অপচনশীল পদার্থ ফেলার জন্য সবুজ ও নীল বালতি দেওয়া হয়েছে। সেই সব বর্জ্য পদার্থ এই ব্যবস্থাপনা কেন্দ্রের পাশেই জমা করা হচ্ছে। পুরসভার ভাইস চেয়ারম্যান রথীন কুমার মণ্ডল বলেন, জমিতে শেড নির্মাণ করা হবে। তারপর সেখানে মেশিনের মাধ্যমে পৃথকীকরনের কাজ শুরু হবে। পুরসভার আয় বাড়াতে উন্নত মানের সার তৈরি করে তা বাজারজাত করে আয় বৃদ্ধি করবে। প্ল্যাস্টিক গুলো একেবারে আলাদা করা হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct