সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ল এক পরীক্ষার্থী। হাসপাতালেই করা হলো তার পরীক্ষা দেয়ার ব্যবস্থা।ইন্দাস ব্লকের ইন্দাস গার্লস হাই স্কুলের ছাত্রীদের মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছিল রাজ খামার হাই স্কুলে। পরীক্ষা দিতে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার মিনিট দশেক আগে এক মাধ্যমিক পরীক্ষার্থী শবনন খাতুন এর হঠাৎ করেই পেটে ব্যথা শুরু হয়ে যায়। বিষয়টি লক্ষ্য করে ওই ছাত্রীর বাবা শেখ মুজফ্ফর ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে কথা বলেন। তড়িঘড়ি করে ওই ছাত্রীকে ইন্দাস স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয় এবং তার সেখানেই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু সেখানে পরীক্ষা দিতে দিতেই পেটের যন্ত্রণা বেড়ে অবস্থার অবনতি হয় ওই ছাত্রীর। অবশেষে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় তাকে। ছাত্রীর বাবা শেখ মুজফ্ফর জানিয়েছেন, তিনি শিক্ষকদের কাছে আবেদন করেছিলেন যাতে কিছুটা বেশি সময় দিয়ে ওই পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়ার জন্য। সে এমনিতে পড়াশোনায় ভালো এতদিন ধরে ভালো রেজাল্ট করে এসেছে। তবে সময়ের মধ্যেই মাধ্যমিক পরীক্ষা শেষ করতে হবে বলে জানিয়েছেন শিক্ষকরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct