নিজস্ব প্রতিবেদক, মেমারি, আপনজন: মাধ্যমিকের পর এবার পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ পরিচালিত মাদ্রাসা বোর্ডের পরীক্ষায়ও উজ্জ্বল ফল করল মেমারির মামূন ন্যাশনাল স্কুলের পড়ুয়া। আজ শনিবার মাদ্রাসা বোর্ডের হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। তাতে দেখা গেছে প্রখ্যাত আলেম ও ইতিহাসবিদ মরহুম গোলাম আহমদ মোর্তজা প্রতিষ্ঠিত পূর্ব বর্ধমানের মেমারির মামূন ন্যাশনাল স্কুলের মোহাম্মদ লস্কর হাই মাদ্রাসা পরীক্ষায় নবম স্থান অধিকার করেছে। হাই মাদ্রাসা পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর পুর্ব বর্ধমান জেলায় প্রথম হয়েছে। সে হাফেজে কুরআন।
প্রাপ্ত নম্বর ৭৬৬ যা ৯৫.৮ শতাংশ। মহোম্মদ লস্করের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার থানা এলাকার পূর্ব ভবানীপুর গ্রামে। তার বাবা মাহফুজুর রহমান লস্কর পেশায় শিক্ষক। মা সুফিয়া লস্কর গৃহবধূ। মোহাম্মদ লস্করের ইচ্ছা ভবিষ্যতে ডাক্তার হবে।
এ ব্যাপারে মামূন ন্যাশনাল স্কুলের সম্পাদক কাজী মুহাম্মদ ইয়াসিন জানান, মামূন ন্যাশনাল স্কুলের কিছু পড়ুয়া হাই মাদ্রাসা পরীক্ষায় বসে। তাদের সাফল্যও মামূন ন্যাশনাল স্কুলকে গর্বিত করে তুলছে। এরাই আমাদের সমাজের সম্পদ বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও জানান, প্রত্যেক বছর মরহুম গোলাম আহমদ মোর্তজা প্রতিষ্ঠিত মেমারি জামিয়া ইসলামিয়াতে ১৫ জন কুরআনের হাফেজ ছাত্রকে নবম শ্রেণি পর্যন্ত পড়ানো হয় বিশেষ তদারকিতে। তাদের পড়াশোনার জন্য কোনও ফিস দিতে হয় না। মোস্তাক হোসেন সাহেবের সংস্থা জি ডি চ্যারিটেবল সোসাইটি থেকে পূর্ণ স্কলারশিপ নিয়ে তারা নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুলের ছাত্রদের সঙ্গে হোস্টেলে থেকে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করার সুযোগ পায়। এজন্য ১৫ টি ফ্রি আসন সংরক্ষিত থাকে নবম শ্রেণীর পরে তারা একই সঙ্গে মামূন ন্যাশনাল স্কুলে দশম শ্রেণির ছাত্রদের সঙ্গে পড়াশোনা করে। সেই সব ছাত্রদের হাই মাদ্রাসা পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়।এই ধরণের কোর্সের হাফেজ ছাত্ররা অনেকেই ইঞ্জিনিয়ার ডাক্তার বা পি এইচ ডি করার সুযোগ পেয়েছে। অনেকে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের চাকরিও করছে। এ এক অভিনব ব্যবস্থা।
কাজী মুহাম্মদ ইয়াসিন বলেন, কঠোর অধ্যবায় যে একজন ছাত্রের বিশাল সাফল্য এনে দিতে পারে তার দৃষ্টান্ত মোহহম্মদ লস্কর। তার এই সাফল্য অন্য পড়ুয়াদের উৎসাহ যোগাবে বলে তিনি মনে করেন। তিনি সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয় তাদের ভষিষ্যৎ আরও উজ্জ্বল হোক কামনা করেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct