আপনজন ডেস্ক: পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় একটি গ্যাস সিলিন্ডারবাহী লরি বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছে প্রায় ৩০০ মানুষ।বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে রাজধানী নাইরোবির এমবাকাসি জেলায় এ দুর্ঘটনাটি ঘটে। দেশটির সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, গ্যাস পরিবহনকারী একটি লরি বিস্ফোরিত হলে আগুনের বিশাল কুণ্ডলী তৈরি হয়। এতে বেশ কিছু বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিস্ফোরণস্থলের পাশে থাকা কয়েকটি ফ্লাটে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা গেছে।প্রথমে অবশ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, বিস্ফোরণ একটি গ্যাস উৎপাদন কারখানায় ঘটেছে। বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। এমবাকাসির পুলিশ প্রধান ওয়েসলি কিমেতো বলেছেন, দুর্ঘটনায় নিহতদের মধ্যে একটি শিশু রয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। কেনিয়া রেড ক্রস বলেছে, তারা আহত অবস্থায় অন্তত ২৭১ জনকে হাসপাতালে নিয়ে গেছে এবং ২৭ জনকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়েছে। সরকারের মুখপাত্র আইজ্যাক মওয়াউরা মওয়াউরা বলেন, বিস্ফোরণে সৃষ্ট আগুনের গোলা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। একটি উড়ন্ত গ্যাস সিলিন্ডার একটি গার্মেন্টস ও টেক্সটাইল গুদামে আঘাত করলে সেখানেও আগুন ধরে যায়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct