সারিউল ইসলাম, মুর্শিদাবাদ, আপনজন: পাড়াতে হাতেগোনা মাত্র ২৫টি হিন্দু পরিবার। তার মধ্যেই প্রয়াত হয়েছেন এক বৃদ্ধ। পাড়ার দুই হিন্দু মোড়ল-মাতব্বর এগিয়ে না এলেও প্রতিবেশী মুসলিমরা এগিয়ে এসে শেষকৃত্য সম্পন্ন করলো ওই বৃদ্ধের।মুর্শিদাবাদের ভগবানগোলা থানার কুঠিরামপুর গ্রামের বাসিন্দা শ্যামাপ্রসাদ মন্ডল হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিন্তু দুঃস্থ ওই পরিবারটি আর্থিকভাবে এতটাই পিছিয়ে ছিলো, শ্মশানে নিয়ে গিয়ে শেষকৃত্য করবে সেটা সম্ভব হচ্ছিল না। অবশেষে মুসলিম প্রতিবেশীরা একত্রিত হয়ে শেষকৃত্যের সমস্ত দায়-দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেন। হিন্দুরীতি মেনে ষাট বছর বয়সী মৃত শ্যামাপ্রসাদ মন্ডলের শেষকৃত্য সম্পন্ন করা হয়। মৃতের মেয়ে রেবতী মন্ডল বলেন, ‘আমাদের গ্রামের ২৫ টি হিন্দু পরিবারের মধ্যে দুই মোড়ল-মাতব্বর আছেন, তারা ঘটা করে দুর্গাপুজো করতে পারেন, কিন্তু কোনো দুঃস্থ ব্যক্তির মৃত্যু হলে ফিরেও তাকান না।’ দিনমজুর শ্যামাপ্রসাদের ছেলে রাজমিস্ত্রির কাজ করেন, মেয়ে অবিবাহিতা।আর্থিকভাবে দুর্বল সেই পরিবারটির পক্ষে শ্রাদ্ধ-শান্তির কাজ কঠিন হবে ভেবে সেটাও পরবর্তীতে নিয়ম মেনে পুরোহিতের উপস্থিতিতে ভোজের আয়োজন করে শেষ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় গ্রামবাসী মোস্তফা শেখ, সাকির শেখ, আরিজ খানের মতো মুসলিম প্রতিবেশীরা। তারা বলেন, ‘যে কোনো দুঃসময়ে রামের পাশে রহিম আর রহিমের পাশে রাম দাঁড়াবে এটাই আমাদের মন্ত্র, এখানেই আমাদের সম্প্রীতি।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct