নিজস্ব প্রতিবেদক , বহরমপুর, আপনজন: ঈদ উৎসবের আগে ঘরে ফেরার সুবিধার্থে অতিরিক্ত ট্রেন চালানোর দাবি জানিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি পাঠাল পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ। সোমবার সংগঠনের পক্ষ থেকে ই-মেইলের মাধ্যমে এই চিঠি পাঠানো হয়। পাশাপাশি, পূর্ব রেলের জেনারেল ম্যানেজার, শিয়ালদহ ও হাওড়া ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার এবং কমার্শিয়াল ম্যানেজারকেও একই দাবি জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ফারুক জানান, “ঈদের আগে পরিযায়ী শ্রমিকদের জন্য ট্রেনই ঘরে ফেরার প্রধান ভরসা। কিন্তু পর্যাপ্ত ট্রেনের অভাবে চরম দুর্ভোগের মুখে পড়তে হয় তাদের। তাই রেল কর্তৃপক্ষের কাছে বিশেষ ট্রেন চালানোর দাবি জানানো হয়েছে।” উল্লেখ্য, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুরসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলি থেকে প্রচুর শ্রমিক জীবিকার সন্ধানে ভিন রাজ্যে পাড়ি দেন। তবে বড় ধর্মীয় উৎসবের আগে তারা সকলেই বাড়ি ফেরেন, যার ফলে ট্রেনের উপর চাপ বহুগুণ বেড়ে যায়। অন্যদিকে প্রতিবছরই বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আগে ভারতীয় রেল কর্তৃপক্ষ বিশেষ ট্রেন চালিয়ে থাকে। এবছরও হোলি উপলক্ষে গত বছরের তুলনায় দেড়গুণ বেশি ট্রেন চালানো হচ্ছে। সম্প্রতি গত সপ্তাহে কংগ্রেস নেতা ও বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরীও ঈদ উপলক্ষে অতিরিক্ত ট্রেনের দাবি জানান। এবার সেই একই দাবিতে সরব হলো পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ। পরিযায়ী শ্রমিকদের স্বার্থে রেলমন্ত্রক কী পদক্ষেপ নেয়, সেটাই এখন দেখার। অতিরিক্ত ট্রেন চালানো হলে হাজার হাজার শ্রমিক নির্বিঘ্নে ও স্বস্তির সঙ্গে পরিবারের কাছে ফিরতে পারবেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct