আপনজন ডেস্ক: ইসরায়েলের সিরিয়া সীমান্তে রাশিয়ান সেনা উপস্থিতির ভিডিও প্রচার করেছে রাশিয়ার টেলিভিশন চ্যানেল আরটি। ভিডিওতে রাশিয়ার পতাকা ও সেনাদের দেখা যায় গোলান মালভূমির কাছে। এছাড়া বাইনোকুলার দিয়ে একজন সেনাকে ইসরায়েলের দিকে নজর রাখতেও দেখা যায়। ইস্তাম্বুলভিত্তিক এক তুর্কি পত্রিকায় গত মঙ্গলবার (২৮ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই ভিডিও সম্ভবত রুশ সেনারাই ধারণ করেছে। ওই ভিডিও ইসরায়েলকে বার্তা দেয় যে, রাশিয়া যেকোনো মুহূর্তে প্রতিদ্বন্দ্বিতার খেলায় যুক্ত হতে পারে। রাশিয়া জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরায়েলের নিন্দা জানিয়েছে। রাশিয়া বলেছে, দখল করা গোলান মালভূমি ছাড়তে হবে ইসরায়েলকে। এদিকে সিরিয়ায় রাশিয়ার সামরিক উপস্থিতি এখনো অব্যাহত রয়েছে এবং সহজেই ইসরায়েল সীমান্তে পৌঁছাতে পারে। সম্প্রতি, ইসরায়েল সিরিয়ার দামেস্ক বিমানবন্দরে বোমাবর্ষণ করেছে। রাশিয়া এর তীব্র নিন্দা জানিয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct