আপনজন ডেস্ক: জার্মানিতে স্থানীয় সময় বুধবার রাত ১০টা থেকে ট্রেন চালকদের ধর্মঘট শুরু হয়েছে। চলবে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত। কর্মীদের মাসিক বেতন ৫৫৫ ইউরো বা প্রায় ৬৭ হাজার বাংলাদেশি টাকা বাড়ানোর দাবিতে এই ধর্মঘট ডেকেছে ট্রেন চালকদের সংগঠন জিডিএল। মূল্যস্ফীতির কারণে প্রাপ্ত এককালীন তিন হাজার ইউরো বা তিন লাখ ৬১ হাজার টাকার বাইরে এই দাবি করেছেন তারা। এছাড়া বেতন না কমিয়ে সাপ্তাহিক কাজের সময় ৩৮ থেকে কমিয়ে ৩৫ ঘণ্টা করারও দাবি জানিয়েছে জিডিএল। জার্মানির ট্রেন সংস্থা ডয়চে বান বা ডিবি বেতন ১১ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে। চলতি সপ্তাহের শুরুতে ডিবি ও জিডিএল-এর মধ্যে আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু ধর্মঘট প্রত্যাহার না করায় আলোচনা বাতিল করে দেয় ডিবি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct