জে এ সেখ, বর্ধমান, আপনজন: বর্ধমান দুই ব্লকের হাট গোবিন্দপুরে শুক্রবার বর্ধমান ২ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মেলনী হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ,পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, বাগবুল ইসলাম, বিধায়ক নিশীথ কুমার মালিক, সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, রাসবিহারী হালদার, রাখী কোনার, দেবদীপ রায়, পরমেশ্বর কোনার, সনৎ মন্ডল, সুচরিতা মণ্ডল, শিখা সেনগুপ্ত , সৌভিক পান,সংখ্যালঘু সেলের সভাপতি শরিফুল মণ্ডল, এস সি এস টি সেলের সভাপতি পরেশ কাহার, শ্রমিক সংগঠনের সভাপতি কামরুল হাসান, ব্লক তৃণমূলের সহ সভাপতি জয়দেব ব্যানার্জী প্রমুখ।এদিনের সভায় পাঁচ জন পুরোনো দিনের কর্মীকে সংবর্ধিত করা হয়।
মন্ত্রী স্বপন বাবু মল্লিকা সেনগুপ্তের লেখা “আমার দুর্গা” নামক একটি কবিতা পাঠ করেন। যার ব্যঞ্জনায় ছিল আধুনিক যুগের দুর্গা । তিনি মমতা ব্যানার্জীকে “বাংলার মা”, “বাংলার দুর্গা”বলে সম্বোধন করেন। তিনি বলেন, ১০০ দিনের কাজে যে দুর্নীতির কথা বলা হচ্ছে, তা কেন্দ্রীয় সংস্থা দিয়ে তদন্ত করা হল, অথচ কোনো অভিযোগ প্রমাণিত হলো না । তবুও ওরা অন্যায় ভাবে টাকা আটকে দিচ্ছে। তাই মানুষকে নিয়ে বিজয়ার মঞ্চ থেকে গণ আন্দোলনের বার্তা আমাদের প্রচার করতে হচ্ছে। কেন্দ্রীয় সরকার মানুষের গণতান্ত্রিক অধিকার কে চেপে দিতে চাইছে। আরও প্রশ্ন তোলেন, ১০০ দিনের কাজ কি শুধুমাত্র তৃণমূলের কর্মীরাই করেছে?জেলা সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি উপস্থিত নেতা কর্মীদের বার্তা দিয়ে বলেন, এবার আমাদের আন্দোলন আরো জোরদার হবে।এখন ভোটার লিস্টের কাজ চলছে। মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোটার লিস্ট থেকে বাদ পড়া নাম তুলতে হবে এবং কেন্দ্রীয় সরকারের বঞ্চনার কথা তুলে ধরতে হবে।বাগবুল বাবু বলেন, ভোট এলেই বিজেপি বিভাজনের জিগির তোলে। অন্যদিকে,তৃণমূলের নীতি হল, রাজনৈতিক রঙ না দেখে সব মানুষের হয়ে কাজ করাআগামী দিনে মানুষ যোগ্য জবাব দিতে তৈরি। নিশীথ বাবু ব্যর্থহীন ভাবে জানান, বাংলাকে যেভাবে বিজেপি সরকার বঞ্চিত করতে চাইছে , তাতে করে বাংলায় প্রকাশ্য দিবালোকে বিজেপির পতাকা উড়ে কি করে? আগামী দিনে মা-বোনেরা ওদের সাফ করে দেবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct