এম মেহেদী সানি, কলকাতা, আপনজন: শারদ উৎসবের মাঝে তৃণমূল নেতা নারায়ণ গোস্বামীর নিজের কন্ঠে গাওয়া তিনটি বাংলা সঙ্গীতের একটি অ্যালবাম প্রকাশিত হল বুধবার ৷ এ দিন কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং তথ্য, সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেনের উপস্থিতিতে ‘মায়ের গান - আমি মা কেই খুঁজি..., জীবনের গান - ইস্ আর ভাগ্যিস ..., প্রেরণার গান পাওয়া না পাওয়ার যদি...” সংশ্লিষ্ট তিনটি সঙ্গীতের একটি অ্যালবাম প্রকাশ করেন উত্তর ২৪ পরগনা জেলার নয়া সভাধিপতি ও অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী ৷ প্রকাশিত তিনটি গানের কথা লিখেছেন বিশিষ্ট গীতিকার শুভেন্দু আচার্য্য, সুর দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সুরকার অভীক মুখার্জী । প্রশাসনিক দায়-দায়িত্বের পাশাপাশি শিল্পী সত্তাকে গুরুত্ব দেওয়ার জন্য নারায়ণ গোস্বামীর ভূয়সী প্রশংসা করে সংগীত চর্চায় উৎসাহিত করেন দুই মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ও ইন্দ্রনীল সেন ৷ ছোট থেকেই সংগীতের প্রতি ঝোঁক ছিল, সেকথা তুলে ধরে নারায়ণ বলেন আজও রোজ রাতে আমি সঙ্গীত চর্চা করি ৷ পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী মাননীয়া শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক যুবরাজ মাননীয় শ্ৰী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গীত চর্চার ক্ষেত্রে প্রতিনিয়ত অনুপ্রেরণা জুগিয়েছেন ৷ জানা গিয়েছে, সংস্কৃতি-প্রিয় বিধায়ক নারায়ণ গোস্বামীর দীর্ঘদিনের ব্যস্ত রাজনৈতিক জীবনের মধ্যেও তিনি সঙ্গীতের চর্চা করে চলেছেন । বর্তমানে বিভিন্ন অনুষ্ঠান মঞ্চে তিনি গান গেয়ে মানুষের মন জয় করেছেন ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct