মনিরুজ্জামান, বারাসাত, আপনজন: পূর্ব রেলের বারাসাত জংশন স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারে যাওয়ার সিড়ির মুখে ডাই হয়ে পড়ে রয়েছে আবর্জনা।ওই আবর্জনা স্তূপের পাশ দিয়ে বা ডিঙিয়ে ১ নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারে যেতে হচ্ছে যাত্রীদের।যেতে হচ্ছে ১ নম্বর প্ল্যাটফর্মে।মঙ্গলবার বৃষ্টির জল পেয়ে ওই আবর্জনা স্তূপ যাত্রীদের কাছে মূর্তিমান বিভীষিকার আকার নেয়।এইরকম পরিবেশ নাগরিক স্বাস্থ্যের পক্ষে প্রতিকূল।দৈনিক এই স্টেশন দিয়ে প্রচুর মানুষ যাতায়াত করে থাকেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct