সাদ্দাম হোসেন, জলপাইগুড়ি, আপনজন: কাঠ মাফিয়াদের ডেরায় হানা দিয়ে চক্ষু চড়ক গাছ বনকর্মীদের। বাড়ির পেছনে অবৈধভাবে অঘোষিত কাঠ রীতিমতো চেরাই করার কারখানা বানিয়ে ফেলেছে কাঠ মাফিয়ারা। সেখানেই জঙ্গল থেকে মূল্যবান শাল ও সেগুন গাছ কেটে নিয়ে এসে চেরাই করে পাচার করা হতো বিভিন্ন শহরে এমনটাই মনে করছেন বন কর্তারা। জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের মোগলকাটা বনবস্তি এলাকায় ঘটনা। এদিন বন কর্তাদের অভিযানে উদ্ধার হয় বিপুল পরিমাণ মূল্যবান চোরাই কাঠ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে জলপাইগুড়ি বন বিভাগের মোরাঘাট রেঞ্জের তোতাপাড়া ও খট্টিমারি বিটের বনকর্মীরা। বনকর্তাদের দেখেই দৌড়ে পালায় কাঠ চোরেরা। তবে বনদপ্তর সূত্রে খবর, “গোপন সূত্রে খবরের ভিত্তিতে এদিন এই অভিযানের নামেন তারা। আর সেই অভিযান থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণ চোরাই শাল ও লাঠোর গাছের গুড়ি। উদ্ধার করা কাঠের পরিমাণ প্রায় ৪০ সিএফটির মতো। যার আনুমানিক বাজার মূল্য লক্ষাধিক টাকা। চোরাকারবারের সঙ্গে যুক্ত থাকা অভিযুক্তের নাম ও পরিচয় পাওয়া গিয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেই রেঞ্জ অফিস সূত্র জানিয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct