আপনজন ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্দিবিনিময় সমঝোতা অনুযায়ী ইরান তার জব্দ থাকা ৬০০ কোটি ডলার অর্থের নিয়ন্ত্রণ পেল। দুই দেশের মধ্যে গতকাল সোমবারই সাম্প্রতিক বন্দিবিনিময় চুক্তিটি কার্যকর হয়েছে। গত মাসে কাতারের মধ্যস্থতায় হওয়া চুক্তি অনুযায়ী, দুই দেশ থেকে উভয়ের পাঁচজন করে মোট ১০ জন বন্দিদশা থেকে মুক্তি পাচ্ছেন। মুক্তি পাওয়া পাঁচ যুক্তরাষ্ট্রের নাগরিকই ইরানি বংশোদ্ভূত। ইরানের তেল বিক্রির ৬০০ কোটি ডলার জব্দ ছিল যুক্তরাষ্ট্রের মিত্র দক্ষিণ কোরিয়ার কাছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct