আপনজন ডেস্ক: কলকাতার নাখোদা মসজিদ অবশেষে পূর্ণাঙ্গ সময়ের জন্য পেশ ইমাম নির্বাচিত করল। নতুন প্রধান ইমাম নির্বাচিত হয়েছেন আল্লামা আফরোজ আহমেদ। যিনি মূলত গুজরাতের বাসিন্দা বলে সুত্রের খবর। এ ব্যাপারে মঙ্গলবার নাখোদা মসজিদের ট্রাস্টিসের পক্ষে আহমদ আব্দুল্লাহ এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন, পশ্চিমবঙ্গের প্রধান ও ঐতিহ্যবাহী নাখোদা মসজিদের সর্বক্ষণের নামাজ ও অন্যান্য ধর্মীয় অনুশীলন পালনের ক্ষেত্রে আল্লামা আফরোজ আহমেদ পেশ ইমামের ভূমিকা পালন করবেন। আগামী ২১ সেপ্টেম্বর মাগরিবের নামাজে ইমামতি করার মাধ্যমে নাখোদা মসজিদের পেশ ইমামের দায়িত্বভার গ্রহণ করবেন বলেও জানানো হয়। সেই সঙ্গে সকল মুসল্লিকে নতুন এই ইমামকে বরণ করে সহযোগিতা করার আহ্বানও জানানো হয়। তবে নতুন এই ইমামের পরিচয় সম্বন্ধে বিভিন্ন সূত্রে জানা গেছে, আল্লামা আফরোজ আহমেদ আদতে গুজরাতের বাসিন্দা। যদিও তিনি কর্মসূত্রে দক্ষিণ আফ্রিকায় ছিলেন।
উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে নাখোদা মসজিদের পেশ ইমামের পদ খালি আছে। যদিও নায়েবে ইমাম মাওলানা শফিক কাসেমী ও আরও এক নায়েবে ইমাম ইমামতি করে আসছিলেন। কিন্তু মাওলানা শফিক কাসেমি শাসক দলের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ায় নাখোদা মসজিদের ট্রাস্টিদের একাংশের পক্ষ থেকে আপত্তি ওঠে। পরিস্থিতি বুঝে নাখোদা মসজিদের তরফে অবশেষে জানাতে হয়, মাওলানা শফিক নাখোদা মসজিদের পেশ ইমাম নন, নায়েবে ইমাম। তার বক্তব্যের সঙ্গে নাখোদা মসজিদের কোনও সম্পর্ক নেই।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct