এম মেহেদী সানি, স্বরূপনগর, আপনজন: পতঙ্গ বাহিত রোগ দমনে এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ড্রেন পরিষ্কার করার জন্য হাফপ্যান্ট পরিয়ে কোঁদাল ধরিয়ে দিলে ড্রেনে নামতে বিন্দুমাত্র দ্বিধা নেই বলে জানিয়েছেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের নবনির্বাচিত সভাধিপতি ও বিধায়ক নারায়ণ গোস্বামী ৷ বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর এর স্বরূপনগর পঞ্চায়েত সমিতির আয়োজিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখার সময় তিনি ওই মন্তব্য করেন ৷ ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় এদিন তিনি বাদুড়িয়া ও স্বরূপনগর উন্নয়ন ব্লকের উন্নয়ন সভায় যোগ দিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রশাসনিক কর্মকর্তাদের তৎপরতার সঙ্গে কাজ করার পরামর্শ দেন ৷ নারায়ণ বলেন, ‘উত্তর চব্বিশ পরগনা জেলার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বিগ্ন ৷’ পাশাপাশি কিভাবে ডেঙ্গু মশা জন্মায় এবং কিভাবে ডেঙ্গু সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কিভাবে ডেঙ্গু প্রতিরোধ করা যায় সংশ্লিষ্ট বিষয়ে অচেতনতার পাঠ দেন তিনি ৷ ডেঙ্গু রোধে এলাকার জনপ্রতিনিধিদের সকাল বেলা করে দু’ঘণ্টা ভিসিটি ভিআরপি টিমের সঙ্গে থাকার পরামর্শ দেন সভাধিপতি নারায়ণ গোস্বামী ৷অন্যদিকে বৃহস্পতিবারই উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নির্বাচন ছিল ৷ আগেই ওই পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হয়েছিলেন অনুসূয়া মন্ডল এবং সহ-সভাপতি নির্বাচিত হয়েছিলেন নারায়ন কর ৷ এদিন ৯টি দপ্তরের কর্মাধ্যক্ষ নির্বাচিত হলেন ৷ পঞ্চায়েত সমিতি সূত্রে জানা গিয়েছে জনস্বাস্থ্য স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন দুলাল চন্দ্র ভট্টাচার্য। পূর্ত, কার্য ও পরিবহন স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ হয়েছেন মল্লিকা গোস্বামী ৷ ক্ষুদ্র শিল্প, বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ হয়েছেন সুস্মিতা মন্ডল ৷ নারী, শিশু উন্নয়ন, ত্রাণ ও জনকল্যাণ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ হয়েছেন টুম্পা সেন মন্ডল ৷ কৃষি, সেচ ও সমবায় স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ হয়েছেন আসমা খাতুন ৷ খাদ্য ও সরবরাহ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ হয়েছেন রুপকুমার ৷ মৎস্য দপ্তরের কর্মাধ্যক্ষ হয়েছেন বাপ্পা ঘোষ ৷ শিক্ষা দপ্তরের কর্মাধ্যক্ষ হয়েছেন ব্রজগোপাল বিশ্বাস ৷ বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ হয়েছেন কবিতা পাল ৷ নবনির্বাচিত কর্মাধ্যক্ষদের নিষ্ঠা ও সততার সঙ্গে সাধারণ মানুষের জন্য কাজ করার পরামর্শ দেন সভাপতি অনুসূয়া মন্ডল ৷ উপস্থিত ছিলেন বিদায়ী স্বরূপনগর পঞ্চায়েত সমিতির সভাপতি সঙ্গীতা কর কুন্ডু সহ আবুল কালাম আজাদ, আব্দুল ওহাব প্রমুখ ৷
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct