সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: মৎস্য দফতরে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেফতার করল বাঁকুড়ার জয়পুর থানার পুলিশ। এর মধ্যে সুজয় নস্কর নামের একজনকে গ্রেফতার করা হয়েছে ব্যারাকপুর থেকে। ধৃত সুজয় নস্করকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয়। ২০১৬ সালে বাঁকুড়ার জয়পুর থানার রাজগ্রামের বাসিন্দা তন্ময় পাত্রকে মৎস্য দফতরে চাকরী দেওয়ার টোপ দেয় জয়পুরের বাসিন্দা সুমন নন্দী। অভিযোগ তন্ময় পাত্র চাকরীর সেই টোপ গিলে দফায় দফায় ৫ লক্ষ ৩০ হাজার টাকা তুলে দেন সুমনের হাতে। অভিযোগ এরপর মাসের পর মাস ধরে তন্ময় পাত্রকে প্রতারিত করতে থাকে সুমন নন্দী। একসময় চাকরীর আশা ছেড়ে দেওয়া টাকা ফেরত চান তন্ময়। অভিযোগ দেওয়া টাকা ফেরতের ব্যাপারেও টালবাহানা করতে থাকে সুমন। সাত বছর ধরে সেই টালবাহানা চলার পর অবশেষে চলতি মাসে জয়পুর থানায় সুমন নন্দীর নামে অভিযোগ দায়ের করেন প্রতারিত যুবক তন্ময়। ঘটনার তদন্তে নেমে সুমনকে গ্রেফতার করে জয়পুর থানার পুলিশ। সুমনকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে তন্ময়ের কাছে নেওয়া টাকা সুমন পৌঁছে দিয়েছিল ব্যারাকপুরের বাসিন্দা সুজয় নস্করের কাছে। এরপর গতকাল রাতে ব্যারাকপুরে হানা দিয়ে সুজয় নস্করকে গ্রেফতার করে জয়পুর থানার পুলিশ। এই চক্রে আর কে কে রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct