রঙ্গিলা খাতুন, ভরতপুর: “আমি যদি দেখি প্রকৃত যারা তৃণমূলী, তারা কমিটিতে বাদ পড়েছে ও কারো মর্জি মতো কমিটি তৈরি করা হয়েছে তাহলে আমরা ছেড়ে কথা বলব না । আবারও দলের একাংশ হুঁশিয়ারি দিলেন হুমায়ুন কবীর। শুক্রবার সন্ধ্যায় মুর্শিদাবাদের ভরতপুর বিধানসভা এলাকার সালারে বিধায়ক কার্যালয়ের উদ্বোধন করতে এসে দলের বিরুদ্ধে সুর চড়ালেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। নাম না করে শাসকদলের জেলা নেতৃত্ব ও পঞ্চায়েত এবং ব্লক স্তরের নেতৃত্বদের তীব্র হুশিয়ারি দেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। তিনি এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পরিষ্কার করে বলেন, তৃণমূল কংগ্রেসের জেলা ব্লক স্তরের কমিটি যখন তৈরি হবে তখন আমি দেখব কারা কারা ওই কমিটির মধ্যে রয়েছে। যদি দেখি যারা যারা জেলা দায়িত্বে রয়েছেন তাদেরকে না ডেকে কিছু তৃণমূলী মর্জি মতো কমিটি তৈরি করেছে আমি কিছুদিন লক্ষ্য করব তারপর নিশ্চয়ই সমাধানের রাস্তায় হাঁটবো। পঞ্চায়েত নির্বাচনের সময় এলাকার যারা পদে রয়েছেন তারাই আমাকে বঞ্চিত করেছিল। তাদের মর্জি মতো টিকিট আমাকে দিয়েছিলেন। আমি আমার প্রার্থীদের জিতিয়ে দেখিয়েছি ।এছাড়াও হুমায়ুন কবীর বলেন -আমি শুধু বলতে চাই যারা শাসক দলের টিকিটের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতিতে জিতেছে তারা যেন মা মাটি মানুষের নীতি আদর্শ মেনে চলে । যদি তারা লাইনচ্যুত হয়। জনগণ থেকে বিচ্ছিন্ন হয়। আমরা তখন কিন্তু রাস্তায় নেমে আন্দোলন করবো। মানুষকে পরিষেবা দিতে বাধ্য করাবো।
এদিন বিধায়ক কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন ভরতপুর ২ ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আজহার রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সদস্য আনারুল ইসলাম ভরতপুর -২ অর্থাৎ সালার ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আশরাফ আলী। এছাড়াও সালার ব্লকের ৭টি অঞ্চলের প্রাক্তন গ্রাম পঞ্চায়েতের প্রধান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct