আপনজন ডেস্ক: অক্ষয় কুমার ও পঙ্কজ ত্রিপাঠী অভিনীত ‘ওএমজি ২' সিনেমাটি বক্স অফিসে দারুণ সাড়া পাচ্ছে।এই ছবির মাধ্যমে গত কয়েক বছরের খরা কাটিয়ে উঠেছেন অক্ষয়। কারণ এটি সমালোচক এবং বক্স অফিস, দুটোই জয় করেছে। এবার এই সিনেমা আরও একটি বড় অর্জন করল। এই ছবি থেকে অনুপ্রাণিত হয়ে মহারাষ্ট্রের সিন্ধু এডুকেশন সোসাইটি স্কুলের পাঠ্যক্রমে ‘যৌনশিক্ষা' অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি মহারাষ্ট্রের উলহাসনগরে ‘ওএমজি ২' সিনেমার একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করে সিন্ধু এডুকেশন সোসাইটি। সেখানে ১৮৪ জন শিক্ষক ও ১৫টি স্কুলের প্রধান শিক্ষক অংশ নেন। এছাড়া ছবিটির নির্মাতা অমিত রাইও উপস্থিত ছিলেন। প্রদর্শনী শেষে প্রত্যেকেই ছবিটির ভূয়সী প্রশংসা করেন। এরপর আয়োজকরা জানান, চলতি শিক্ষাবছর থেকেই তারা পাঠ্যক্রমে যৌনশিক্ষা অন্তর্ভুক্ত করবেন। এ ব্যাপারে নির্মাতা অমিত রাই বলেন, ‘ আমরা এমনটাই চেয়েছিলাম। ছবিটি বানানোর উদ্দেশ্য অবশেষে সফল হলো। আমি আনন্দিত যে, আমাদের ছবি শুধু বক্স অফিসেই ভালো চলছে এমন নয়, পাশাপাশি আমাদের বার্তাটিও মানুষের কাছে পৌঁছাচ্ছে। এবং আমরা সেই পরিবর্তন নিজ চোখে দেখতে পাচ্ছি।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct