চন্দনা বন্দ্যোপাধ্যায়, জয়নগর, আপনজন: তৃণমূল সরকারের সীমাহীন দুর্নীতির পরিণামে স্বচ্ছতা ও দক্ষতার ভিত্তিতে কর্মরত থাকা সত্ত্বেও হাজার হাজার শিক্ষকের চাকরি বাতিলের রায় হয়েছিল। মুখ্যমন্ত্রী দুদিন আগে নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে তাঁদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে নিজেকে ত্রাতা হিসাবে দেখাতে চাইলেন, অথচ কসবা ডি আই অফিস, বর্ধমান, মালদা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় তাঁর পুলিশ সেই শিক্ষকদের উপর ব্যাপক লাঠিচার্জ করলো, বুকে লাথি মারলো। মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী হিসাবে তাঁর এই আচরণ এক কথায় সম্পূর্ণ দ্বিচারিতা।
আর এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় এস ইউ সি আই এর পক্ষ থেকে জয়নগর ও রায়দীঘি থানায় বিক্ষোভ, প্রতিবাদ ও ডেপুটশন কর্মসূচি পালন করা হয়।এই ঘটনার তীব্র নিন্দা করা হয় এবং দোষী পুলিশের শাস্তির দাবি করা হয়।এদিন জয়নগরে এই কর্মসূচিতে অংশ নেন নিরঞ্জন নস্কর,প্রবীর বৈদ্য,অম্লান কুসুম সরকার,সুমন্ত গাঙ্গুলী,সুবীর দাস,মঙ্গল মুখার্জি সহ আরো অনেকে।
রায়দীঘিতে উপস্থিত ছিলেন বিশ্বনাথ সর্দার ,তপন শিকারী, রেনুপদ হালদার সহ আরো অনেকে।এদিন কয়েকশত এসইউসিআই কর্মীরা দলবদ্ধভাবে ফেস্টুন ও প্লাকার নিয়ে জয়নগর ও রায়দিঘি থানার সম্মুখে পথ সভা করেন। তাদের একটাই দাবি হলো পুলিশে কাজ পুলিশ করবে কিন্তু শিক্ষক মহাশয় কে এইরকম লাথি মারা ঠিক হয়নি। শিক্ষক হল জাতির মেরুদন্ড, সেই মেরুদণ্ডকে ভেঙে দেওয়া হলো। কোনমতে কোন শিক্ষিত সমাজ মেনে নিতে পারছে না।একই ইস্যুতে এদিন জয়নগর থানার মোড়ে বিক্ষোভ দেখায় সিপিআইএম কর্মীরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct