এম মেহেদী সানি, অশোকনগর, আপনজন: উত্তর ২৪ পরগনা জেলাবাসীর জল্পনার অবসান ঘটিয়ে ১৬ই আগস্ট জেলা পরিষদের সভাধিপতি পদে শপথ নিয়েছেন অশোকনগরের বিধায়ক, স্বরুপনগরের ভূমিপুত্র নারায়ণ গোস্বামী ৷ অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী এবার জেলার নেতৃত্ব দেবেন ৷ সভাধিপতির আসনে বসার পর রবিবার প্রথম অশোকনগরে আসেন নারায়ণ ৷ তাঁকে ঘিরে অশোকনগরের তৃণমূল কংগ্রেস নেতা কর্মী সমর্থকদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো ৷ এ দিন অশোকনগরের বিভিন্ন সংস্থার পক্ষ থেকে নবনির্বাচিত সভাধিপতিকে সংবর্ধনা প্রদান করা হয়, অশোকনগরের গণ্ডি পেরিয়ে জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী এদিন অশোকনগর গোলবাজারের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অশোকনগরবাসীর উদ্দেশ্যে বলেন, অশোকনগরকে কখনোই আমি ভুলবো না ৷ বরং বিভিন্ন উন্নয়নের মাধ্যমে আরও সমৃদ্ধ করে তোলার বার্তা দেন ৷
অন্যদিকে রবিবার বিকালে রাজিবপুর-বিড়া আঞ্চলিক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শরিফুল হাসান মিন্টুর তত্ত্বাবধানে নারায়ণ গোস্বামীর সহধর্মিনী, তৃণমূল নেত্রী বৈশালী গোস্বামীর নেতৃত্বে বিজয় উৎসব হয় ৷ অশোকনগরের বালিশা মোড় থেকে রাজিবপুর বাজার পর্যন্ত মিছিলে পা মেলান কয়েকশো তৃণমূল কর্মী সমর্থকরা ৷ মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বৈশালী গোস্বামী বলেন, নারায়ণ গোস্বামী মানুষের জন্য নিবেদিত প্রাণ, আমি দেখি তিনি বাইরে থাক আর বাইরে থাক মানুষের জন্য ২৪ ঘণ্টার মধ্যে ১৫ - ১৮ ঘণ্টা মানুষের জন্য কাজ করেন ৷ এই জয় তারই কর্মফল ৷ রাজিবপুর-বিড়া আঞ্চলিক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শরিফুল হাসান মিন্টু বলেন, নারায়ণ গোস্বামীর নেতৃত্বে তৃণমূল কংগ্রেস জেলায় আরও শক্তিশালী হবে । তাঁর নেতৃত্বে পঞ্চায়েত নির্বাচন নিয়ে আমাদের কোনও চিন্তা ছিল না, আগামী লোকসভা নির্বাচন নিয়েও আমাদের কোনো চিন্তা নেই, আমরা বিজয়ী হব ৷ রাজিবপুর-বিড়া গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত উপপ্রধান আব্দুর রাজ্জাক মন্ডল জানান বিধায়কের নেতৃত্বে আমরা জনকল্যাণমূলক বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করতে চলেছি ৷ এদিনের মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বপন দাস, মিনহাজউদ্দিন, মমতাজ বিবি প্রমুখ ৷
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct