আপনজন ডেস্ক: ভারতের পড়শি দেশ বাংলাদেশের সিনেমা হলে এবার মুক্তি পেতে যাচ্ছে সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’এর আগে সেখানে মুক্তি পেয়েছিল বলিউড সুপারস্টার শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ছবি। এর পর এবার বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান'। আমদানি প্রক্রিয়ায় ছবিটিকে মুক্তির অনুমতি দিয়েছে বাংলাদেশের চলচ্চিত্র সেন্সর বোর্ড। গত মে মাসে বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়ে অনুমতি চেয়ে আবেদনের পর সেন্সর চৌকাঠ মাড়িয়ে সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’মুক্তির গ্রিন সিগন্যাল পেল। বাংলাদেশে আমদানি ছবি করছে এনইউ আহমেদ ট্রেডার্স। বিনিময় রীতি অনুযায়ী বাংলাদেশের ‘কসাই’ ছবিটি ভারতে দুমাস আগেই গেছে। ফরহাদ সামজি পরিচালিত ‘কিসি কা ভাই কিসি কি জান’সুপারস্টার সালমান খানের অ্যাকশন কমেডি ধাঁচের ছবি। গত ২৩ এপ্রিল ভারত ও বিশ্বব্যাপী মুক্তি পেয়েছিল। জানা যায়, মুক্তির পর ছবিটির ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন ১৮২ কোটি ৪৪ লাখ টাকা। এতে আরও অভিনয় করেন পূজা হেগড়ে, ভেঙ্কটেশ ডাগ্গুবাতি, জগপতি বাবু, রাঘব জুয়াল, সিদ্ধার্থ নিগম, শেহনাজ গিল, ভূমিকা চাওলা, বিজেন্দ্র সিং।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct