আমীরুল ইসলাম, বোলপুর, আপনজন: মঙ্গলবার বাইশে শ্রাবণ। রবীন্দ্র তিরোধান দিবস। ভোরে বৈতালী, সকাল সাতটায় মন্দিরে বিশেষ উপাসনা, সহ নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালন করছে শান্তিনিকেতন। এদিন সকাল থেকেই শান্তিনিকেতনের আকাশে বাতাসে ঘন মেঘে আচ্ছন্ন। শ্রাবণের বৃষ্টির, লাল মাটি ভিজে স্যাঁতস্যাতে। কেমন যেন গোটা শান্তিনিকেতন জুড়ে ভারাক্রান্ত হৃদয়। ঠিক এরকম একটা পরিবেশে বাঙালি প্রিয় কবি রবীন্দ্রনাথ বিদায় নিয়েছিলেন না ফেরার দেশে। কিন্তু তাঁর অজস্ব লেখা। কথায়, গানে, লেখায় আজীবন থাকবেন বাঙালীর মননে। বাঙালির প্রিয় কবি, লেখক, নাট্যকার, বাংলা সাহিত্যের ইতিহাসে যে মানুষটার অবদান অনস্বীকার্য। সেই প্রিয় কবি রবীন্দ্রনাথের মৃত্যুবার্ষিকীতে এ রাজ্যের পাশাপাশি শান্তিনিকেতনও নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করছে প্রিয় কবির তিরোধান দিবস। ভোর বেলায় বৈতালিক, বিশ্বভারতীর পড়ুয়া, অধ্যাপক, কর্মীরা সমবেত হয়ে রবীন্দ্র সংগীত গাইতে গাইতে আশ্রম পরিক্রমা করে। সকাল সাতটায় মন্দিরে বিশেষ উপাসনা। এরপর সমবেত পড়ুয়া, অধ্যাপক, কর্মী, রবীন্দ্রভবনের কবির বাসভবন উদয়নগৃহে কবির ব্যবহৃত চেয়ারে পুস্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct