নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম, আপনজন: পঞ্চায়েত ভোট পরবর্তী হিংসায় নন্দীগ্রামের আহত ব্যক্তিদের হাতে আজ চেক তুলে দেওয়া হলো প্রশাসনের পক্ষ থেকে। নন্দীগ্রাম এক নম্বর বিডিও অফিসে আহত তৃণমূল কর্মীদের হাতে চেক তুলে দেওয়া হয়। এদিন পাঁচজন আহতের হাতে চেক তুলে দেওয়া হয়। চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুনাল ঘোষ সহ নন্দীগ্রামের দুটো ব্লকের বিডিও। পঞ্চায়েত ভোটে নন্দীগ্রামে মোট ১৪ জন আহত হয়। ৯ জনকে মমতা বন্দ্যোপাধ্যায় এসএসকেএম হাসপাতালে চেক দিয়েছিলেন। শুক্রবার বাকি পাঁচজনকে নন্দীগ্রামে চেক তুলে দেওয়া হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct