বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার, আপনজন: বুধবার সরিষা শিশু রাম দাস কলেজের ১৪ তম প্রতিষ্ঠা দিবস পালিত হল। যথাযথ মর্যাদায় এদিন নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে এদিনের অনুষ্ঠান অনাড়ম্বর ভাবেই পালন করল,পূর্ব ঘোষণা মতোই। এদিন মঞ্চে প্রদীপ প্রজ্জ্বলন, উদ্বোধনী সঙ্গীত, বক্তৃতা,স্মৃতিচারণা সহ সংক্ষিপ অনুষ্ঠান আয়োজিত হয়। এই কলেজ তার আগামী’র স্বপ্ন ও অঙ্গীকারের কথা জানিয়ে দেন অধ্যক্ষ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার ২নম্বর ব্লকের সভাপতি অরুময় গায়েন, শিশু রাম দাস কলেজের প্রিন্সিপাল ডাক্তার নিলেস রঞ্জন মাইতি,জে লা পরিষদের সদস্য বিমলেন্দু বৈদ্য প্রমুখ। উপস্থিত ছিলেন অধ্যাপক-অধ্যাপিকা এবং সীমিত সংখ্যক কলেজের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীরা। এদিন বিশিষ্ঠ সমাজ সেবী অরুময় গায়েন তিনি সিপিআইএম এর আমলে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তুলে ধরেন। তিনি বলেন ২০১০ সালে এই শিশু রাম দাস কলেজ প্রতিষ্ঠা পেয়ে ছিলো,তখন কর্মচারি নিয়োগ হয়ে ছিল,তার মধ্যে সাতজন ই সিপিআইএম এর বড়ো বড়ো কেডার রা চাকরি পেয়েছে। এছাড়াও তিনি এই কলেজে বিল্ডিং সহ আরো অন্যান্য উন্নয়ন এর বিষয়ে আশ্বাস দেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct