সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: শুভেন্দু অধিকারী সংখ্যালঘুদের ভয় দেখিয়েছেন, তাই সংখ্যালঘুরা ভীষণ ভয় পেয়ে আছেন। বাঁকুড়া জেলার জয়পুরে এসে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জয় প্রকাশ মজুমদার। শুক্রবার বাঁকুড়া জেলা পরিষদের ৪৪ নম্বর আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মন্ডলের হয়ে নির্বাচনী প্রচারে আসেন জয় প্রকাশ মজুমদার। এদিন তিনি দলীয় প্রার্থীকে সাথে নিয়ে জয়পুর ব্লকের উত্তরবার অঞ্চলের বিভিন্ন সংসদে প্রচার করেন এবং পরে তিনি সাংবাদিকদের মুখোমুখী হন। সাংবাদিকদের মুখোমুখী হয়ে তিনি বলেন , আমরা শান্তিপূর্ণভাবে লড়াই করছি মানুষের মধ্যে প্রভূত সারা আছে। আপনারা জানেন যে এখানে সংখ্যালঘু ভোটও বেশ কিছু অংশ আছে এবং স্বাভাবিকভাবেই সংখ্যালঘুরা ভীষণ ভয় পেয়ে আছে আমি দেখলাম প্রচারের মধ্যে। শুভেন্দু অধিকারী যে ভয় দেখিয়েছেন CAA করব NRC করব সংখ্যালঘুদের লাথি মেরে বর্ডারের ওপারে পাঠাবোই এসব নিয়ে তাদের মনে খুব আশঙ্কা রয়েছে আতঙ্ক রয়েছে। আমরা বললাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ বাংলায় আছে ততক্ষণ আপনাদের কেউ বিপদ তৈরি করতে পারবে না। অপরদিকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে রাজ্যে ভোট প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন , কেন্দ্রীয় বাহিনী দিয়ে ২০২১ সালে ভোট হয়েছিল কিন্তু শেষ হাসি হেসেছিল মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাঙ্গা পা নিয়ে নরেন্দ্র মোদী ও অমিত শাহকে ২১৩ টি গোল করেছিলেন। এছাড়াও শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে বলেন , শুভেন্দু অধিকারী একটু চেষ্টা করে দেখুন তিনি যদি আমেরিকার প্রেসিডেন্টকে বলে ন্যাটোর থেকে কোন বাহিনী আনতে পারেন তাহলে যদি হয় , তবে তাতেও কোন কাজ দেবে না বলেই জানান তিনি। এদিন দুর্ঘটনার কবলে পড়ে সুজাতা মন্ডলের গাড়ি, জয়প্রকাশ মজুমদারের সাথে নির্বাচনী প্রচারে ছিলেন সুজাতা মন্ডল দুপুরে খাবার খাওয়ার জন্য স্থানীয় একটি রিসোর্টে যান, সেখান থেকে গাড়ির পেট্রোল ভরার জন্য এবং দলীয় কার্যালয় থেকে কিছু দলীয় পতাকা নেওয়ার জন্য সুজাতা মন্ডলের চালক ও তার দেহরক্ষী গাড়িটি নিয়ে যায় জয়পুর দলীয় কার্যালয়ে সেখান থেকে ওই রিসোর্ট এ ফেরার পথেই দুর্ঘটনার ঘটনা ঘটে। সামনের দিক থেকে আসা দ্রুত গতি সম্পন্ন একটি মোটর বাইক সুজাতা মন্ডল এর গাড়ির মুখোমুখি ধাক্কা মারে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct