আরবাজ মোল্লা, নদিয়া, আপনজন: গোপন সূত্রে খবর পেয়ে বেআইনিভাবে নয়াননজুলি ভরাট করার অভিযোগে বেশ কয়েকটি মাটি বোঝাই ট্রাক্টর আটক করল নদিয়ার নবদ্বীপ ব্লকের ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকেরা। জানা যায়, বৃহস্পতিবার সকাল আনুমানিক এগারোটা নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে নবদ্বীপ ব্লকের চর মাঝদিয়া চর ব্রহ্মনগর গ্রাম পঞ্চায়েতের গৌরনগর সংলগ্ন কৃষ্ণনগর নবদ্বীপ রাজ্য সড়কের পার্শ্ববর্তী এলাকায় অভিযান চালিয়ে বেআইনিভাবে রাজ্য সড়কের পাশে নয়নজুলি ভরাট করার অভিযোগে মাটি বোঝাই ছটি ট্রাক্টর আটক করে ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকেরা। উদ্ধার হওয়া ট্রাক্টর গুলি ভুমি রাজস্ব দপ্তর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সরকারিভাবেপূর্বে একাধিকবার নিষেধ করা সত্ত্বেও প্রশাসনকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে ফের এই দিন বেআইনিভাবে মাটি কেটে নয়নজুলি ভরাট করছিল অভিযোগ কিছু অসাধু মানুষ। মূলত তারই পরিপ্রেক্ষিতে এদিনের এই অভিযান বলে জানান ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকেরা। পাশাপাশি আইন ভঙ্গ কারীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান। ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক নবীন কুমার গৌতম। ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা ছাড়াও এই দিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন নবদ্বীপ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্লোল কর ছাড়াও এলাকাবাসীরা। প্রশাসনিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আইন অমান্য করে বিগত প্রায় দুমাস ধরে এভাবেই এই এলাকায় অবৈধভাবে মাটি কেটে নয়নজুলি ভরাট করছে কিছু অসাধু ব্যক্তি বলে অভিযোগ জানান স্থানীয় বাসিন্দারা। মাটি ভরাট করা ৬ টি ট্রাক্টর বাজেয়াপ্ত করার পাশাপাশি সম্পূর্ণ ঘটনাটি নবদ্বীপ থানায় জানানো হয়েছে বলে এই দিন জানান ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকেরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct