দেবাশীষ পাল, মালদা, আপনজন: গোটা রাজ্যের পাশাপাশি মালদা জেলা জুড়েও পালন করা হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী। মালদা জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ও কৃষ্ণকালী ভোকেশনাল ট্রেনিং সেন্টারের সহযোগিতায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মজয়ন্তী উদযাপন করা হল মালদার রবীন্দ্র ভবনে। রবীন্দ্রনাথের আবক্ষ মূর্তিতে মাল্য দান, পুষ্পার্ঘ্য প্রদান করে এবং প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক ইন্দ্রজিৎ সাহা, মালদা জেলা গ্রন্থাগারের সচিব প্রসেনজিৎ দাস, কাউন্সিলর মনীষা সাহা মন্ডল, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত আশিস উপপাধ্যায় সহ অন্যান্যরা। জানা যায় এদিন কবি গুরুর জন্ম দিন উপলক্ষে দিনভর নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এছাড়া এই অনুষ্ঠানের মধ্য দিয়ে দুইজন হস্ত শিল্পীকে তাদের আইডেন্টি কার্ড তুলে দেওয়া হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct