জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া, আপনজন: কুড়মি আন্দোলন নিয়ে তৃণমূল নেতা অজিত মাইতির বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে ফের আন্দোলনের পথে আদিবাসী কুড়মি সমাজ। গোটা ঘটনায় ক্ষোভে ফুঁসছে জঙ্গলমহলের কুড়মি সম্প্রদায়ের মানুষজন। জেলায় জেলায় চলছে আন্দোলন বিক্ষোভ। সোমবার পুরুলিয়ার সিন্দরি মোড়ে জমায়েত করে পথ আবরোধ করে অজিত মাইতি ও রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর কুশ পুত্তলিকা দাহ করেন কুড়মিরা।অজিত মাইতি এবং শ্রীকান্ত মাহাতো ক্ষমা না চাওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারিও দিলেন কুড়মিরা। এছাড়াও আজ রাজ্যের চার জেলায় লাগাতার রাস্তা অবরোধ ও অজিত মাইতির কুশ পুত্তলিকা দাহ করার হুশিয়ারি দিলেন আদিবাসী কুড়মি সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো।সোমবার পুরুলিয়া শহরে আদিবাসী কুড়মি সমাজের দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে একথা ঘোষণা করলেন তিনি। একইসঙ্গে নির্বাচনে কুড়মি সমাজের দেওয়ালে দেওয়ালে সমস্ত রাজনৈতিক প্রচার নিষিদ্ধ ঘোষণা করার পাশাপাশি রাজনৈতিক মিটিং মিছিলেও অংশ গ্রহণ করবে না আদিবাসী কুড়মি সমাজের মানুষজন বলে জানিয়েছেন তিনি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct