দেবাশীষ পাল, মালদা, আপনজন: মঙ্গলবার মালদহের জেলা ক্রীড়া সংস্থার স্টেডিয়ামে প্রশাসনিক প্রচার অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদহ জেলার জনগণকে সীমান্তে বাংলাদেশিদের সাথে সংঘর্ষ এড়াতে আবেদন জানান। সীমান্তবর্তী জেলাটিতে উত্তেজনার মধ্যে এই মন্তব্য এসেছে যেখানে ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারবিহীন অংশগুলি সুরক্ষিত করার বিএসএফের প্রচেষ্টা প্রতিবেশী দেশের প্রতিরোধের মুখোমুখি হয়েছে।
বাংলাদেশের সঙ্গে যে কোনও ধরনের ঝামেলা মেটানোর দায় কার্যত বিএসএফের কাঁধেই চাপিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সভায় তিনি বলেন, সীমান্তে কোনও ঝামেলা হলে এলাকার মানুষজন যেন সেদিকে না যান। তার জন্য তিনি সতর্ক করার পাশাপাশি জানান, কোনও হোটেল কিংবা বাড়িতে যেন সমাজবিরোধী কিংবা জঙ্গিরা বাসা বাঁধতে না পারে, সেবিষয়েও সতর্ক থাকতে হবে ৷ সরকারি মঞ্চ থেকে এদিন মুখ্যমন্ত্রী বলেন, আমরা কেউ যেন দাঙ্গা না-করি। ওপার বাংলায় একটু সমস্যা হচ্ছে বিএসএফের সঙ্গে। বর্ডার দেখার দায়িত্ব বিএসএফের। মনে রাখবেন, বিএসএফের সঙ্গে যদি ওদের বচসা হয়, তাহলে আমি পুলিশকে লাউডস্পিকারে ঘোষণা করার নির্দেশ দিচ্ছি তা জানানোর। এরপর আপনারা গ্রামের লোকেরা সেখানে যাবেন না। বাদবাকিটা প্রশাসন দেখে নেবে। আমি বিশ্বাস করি, হয়তো একদিন আমাদের সম্পর্ক আবার ভালো হয়ে যাবে। কিন্তু এটা লক্ষ্য রাখবেন, যেন কোনও সমাজবিরোধী, কোনও জঙ্গি, কারও হোটেলে বা কারও বাড়িতে ভাড়া নেওয়ার নাম করে ডেরা বাঁধতে না পারে ৷ কোনও সমাজবিরোধী, তারা যেন ঘুঘুর বাসা বানাতে না পারে সেই দিকে নজড় রাখতে বলবো প্রশাসনকে। শান্তির বার্তা দিয়ে বলেন,এটা মাথায় রাখতে হবে উন্নয়ন তখনই হয়, যখন শান্তি থাকে ৷
মালদা জেলা ক্রীড়া সংস্থা ময়দানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভা শুরুর আগে সকাল থেকেই মালদা জেলার বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে আসতে শুরু করেন দলীয় কর্মীরা। মুখ্যমন্ত্রী’র কর্মসূচিতে কন্যাশ্রী, যুবশ্রী সহ একাধিক প্রকল্পের প্ল্যাকার্ড হাতে নিয়ে মিছিল করে আসতে দেখা গিয়েছে পড়ুয়ারাদেরও। মালদা শহরের রথবাড়ি থেকে মিছিল করে অন্য দিকে সেতুমোড় থেকে মালদা জেলা ক্রীড়া সংস্থার ময়দানে পৌঁছন উৎসুক মানুষজন। সেখানেই মুখ্যমন্ত্রীর হাত দিয়ে বিভিন্ন সরকারি প্রকল্প পরিসেবার সূচনা হয়।
মঞ্চে আসার আগে বিভিন্ন স্টল ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। মঞ্চে উঠে নিহত বাবলা সরকারের ছবিতে ফুল দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিন জেলা সফরে সোমবার মুর্শিদাবাদ থেকে মালদহে পৌঁছন মুখ্যমন্ত্রী। এরপর তিনি যাবেন আলিপুরদুয়ার জেলায়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct