আপনজন ডেস্ক: তানজানিয়ার উত্তর-পশ্চিম কাগেরা অঞ্চলে মারাত্মক মারবার্গ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে, দেশটির প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেয়েসুসও উপস্থিতে ডোডোমায় এক সংবাদ সম্মেলনে হাসান জানান, কাবাইল মোবাইল ল্যাবরেটরিতে পরিচালিত এবং পরে দার এস সালামে যাচাই করা পরীক্ষায় ভাইরাল রোগে একজনের আক্রান্ত হওয়ার ঘটনা নিশ্চিত করা হয়েছে।
হাসান আরও বলেন, “সৌভাগ্যবশত, বাকি সন্দেহভাজন রোগীদের পরীক্ষা নেতিবাচক হয়েছে”।
কাগেরায় পাঁচ দিনে নয়জন সন্দেহভাজন রোগী এবং আটজনের মৃত্যুর খবর পাওয়ার পর ১৪ জানুয়ারি সম্ভাব্য প্রাদুর্ভাবের কথা জানিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে, তানজানিয়ার স্বাস্থ্যমন্ত্রী জেনিস্তা মাগামা প্রাথমিকভাবে দাবিগুলি অস্বীকার করে বলেছিলেন যে কোনও আক্রান্ত রোগীর খবর পাওয়া যায়নি। ২০ জানুয়ারি পর্যন্ত প্রেসিডেন্ট হাসান স্পষ্ট করে বলেছেন যে, ২৫ জন সন্দেহভাজন রোগীর খবর পাওয়া গেছে। তবে সকলেরই নেগেটিভ রিপোর্ট এসেছে এবং তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। সরকার তার প্রতিক্রিয়া প্রচেষ্টা জোরদার করেছে। আক্রান্তদের পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা বাস্তবায়নের জন্য আক্রান্ত এলাকায় একটি রেসপন্স টিম পাঠানো হয়েছে।
কাগেরায় মারবার্গ ভাইরাস রোগের দ্বিতীয় প্রাদুর্ভাবের ঘটনা এটি। ২০২৩ সালে নয়জন আক্রান্ত হয়েছিল। যার মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছিল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct