সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: মানুষ হয়ে মানুষের পাশে থাকবো মানুষের জন্য কাজ করব আজকের সমাজে এর থেকে বড় আর কি হতে পারে । আবারো মানবিক মুখের পরিচয় দিন অবসরপ্রাপ্ত শিক্ষক নেপাল চন্দ্র নন্দী । মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে তুলে দিলেন পানীয় জলের বোতল । শুক্রবার সোনামুখী পৌরশহরের সোনামুখী বিধানচন্দ্র বয়েজ হাই স্কুলে মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে পানীয় জলের বোতল তুলে দিলেন অবসরপ্রাপ্ত এই শিক্ষক । ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়াতে তার এই উদ্যোগ বলে জানাচ্ছেন তিনি । তবে সারা বছরই তিনি মানুষের সেবায় নিয়োজিত থাকেন । অবসরপ্রাপ্ত শিক্ষকের এই কর্মসূচিকে সফল করতে এদিন উপস্থিত ছিলেন সোনামুখী পৌরসভার চেয়ারম্যান সন্তোষ মুখার্জি সোনামুখীর বিশিষ্ট সমাজসেবী প্রবাল মুখার্জি রাধামোহনপুর অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী দেবাশীষ ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা । নেপাল চন্দ্র নন্দী আমাদের ক্যামেরার মুখোমুখী হয়ে জানান , জল তৃষ্ণ পেলে পরীক্ষার ক্ষতি করে যাতে পরীক্ষার্থীদের বাইরে যেতে না হয় সে কারণে পরীক্ষার্থীদের এই পানীয় জলের বোতল দেওয়া হল। সোনামুখী পৌরসভার চেয়ারম্যান সন্তোষ মুখার্জী তিনিও নেপাল চন্দ্র নন্দীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন । তিনি বলেন , নেপাল চন্দ্র নন্দী অত্যন্ত সামাজিক তার এই কাজে আমি অত্যন্ত অভিভূত ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct