সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: ভোট এলেই দল ভাঙা গড়ার খেলা দেখতে সকলেই অভ্যস্ত।কিন্তু শুধুমাত্র গ্রামের রাস্তার দাবিতে ভোট বয়কটের আগাম হুঁশিয়ারি গ্রামবাসীদের কাছে এক চ্যালেঞ্জের সম্মুখীন।বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের লক্ষীনারায়ণপুর পঞ্চায়েতের অন্তর্গত রূপশিমুল থেকে হোসনাবাদ যাওয়ার দু কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। এবিষয়ে বহুবার প্রশাসনকে এবং স্থানীয় নেতাদেরকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় এলাকাবাসীদের। জরুরি পরিষেবা হিসেবে এ্যমবুলেন্স পর্যন্ত হোসনাবাদ গ্রামে ঢোকতে পারে না। গুরুতর রোগীদের খাটে করে দীর্ঘ পথ বয়ে নিয়ে যেতে হয়। গ্রামের বাইরে গিয়ে তবেই গাড়িতে চড়িয়ে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। গ্রামবাসীদের মধ্যে একতাবদ্ধ হয়ে শুক্রবার দুবরাজপুর ব্লকের বিডিও, সভাপতি এবং স্থানীয় থানায় মিছিল সহকারে ডেপুটেশন প্রদান করা হয়। ঘটনাটি বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের লক্ষীনারায়ণপুর পঞ্চায়েতের হোসনাবাদ গ্রামের।তাদের দাবি বামফ্রন্টের আমল থেকে এখন পর্যন্ত রাস্তার অবস্থা একই রকম,কোনো পরিবর্তন হয়নি।সমস্ত নেতারা আসেন প্রতিশ্রুতি দিয়ে চলে যান কিন্তু কাজের কাজ কিছু হয়নি।তাই হোসনাবাদ গ্রামের দলমত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা আসন্ন পঞ্চায়েত ভোট বয়কট করব বলে আগাম স্মারকলিপি দিলাম।বিক্ষোভের সুরে জানান গ্রামবাসীদের পক্ষে সেখ নিয়ামত সহ অন্যান্য ব্যক্তিগন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct