আপনজন ডেস্ক: রবিবার আরএসএসের বিরুদ্ধে দেশের সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।কোঝিকোড়ে মুসলিম সম্প্রদায়ের সংস্কার এবং এর মধ্যে পেশাগত শিক্ষা বৃদ্ধিতে সক্রিয় একটি সংগঠন কেরালা নাড়ুভাতুল মুজাহিদ্হিধিন (কেএনএম) আয়োজিত এক জনসভায় তার ভাষণে বিজয়ন বলেন, একটি একক শক্তি আরএসএসের বিরোধিতা করতে পারে না এবং সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিকে অবশ্যই আরএসএস এবং অন্যান্য হিন্দুত্ববাদী শক্তির দ্বারা প্রচলিত বিভাজনমূলক রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। কেএনএমের এক অনুষ্ঠানে তার সিপিআই-এম-এর সমালোচনা করার জন্য বিজয়ন ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের বিরুদ্ধেও তীব্র সমালোচনা করেন। ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ-এর প্রবীণ নেতা ও বিধায়ক পি কে বশির এবং আইইউএমএল যুব লিগের প্রাক্তন সভাপতি পি কে ফিরোজ আগের দিন এক অনুষ্ঠানে সিপিআই-এম-এর বিরুদ্ধে তীব্র সমালোচনা করে বলেছিলেন, ‘বাম দল আরএসএস ও সংঘ পরিবারকে প্রকাশ করতে শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে। এর জবাবে মুখ্যমন্ত্রী বিজয়ন বলেন, মুসলিম লিগ তো দূরের কথা, কোনও একক সংগঠন আরএসএস ও সঙ্ঘ পরিবারের মোকাবিলা করতে পারবে না।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct