শুভ চক্রবর্তী, মেদিনীপুর, আপনজন: কেউ দুর্নীতিগ্রস্থ কিংবা তোলাবাজ পুলিশ হোক বা সিভিক হাতেনাতে ধরিয়ে দিন গোটা মেদিনীপুর জেলার পুলিশের হাঁটু কাঁপিয়ে ছাড়বো। রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার ক্ষীরপাই এক জনসভায় যোগ দিয়ে এমনই বিতর্কিত মন্তব্য করলেন বাম যুব নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। প্রসঙ্গত, গ্রাম জাগাও, চোর তাড়াও, বাংলা বাঁচাও, চোর ধরো জেল ভরো এই স্লোগানকে সামনে রেখে বামেদের এক বিশাল জনসভার আয়োজন হয় পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার ক্ষীরপাই এর হালদারদীঘি এলাকায়। এইসব মঞ্চ থেকেই গতকাল পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের স্কুল শিক্ষক পদে চাকরিপ্রার্থীর আত্মহত্যাকে সরকারের পরিকল্পিত খুন বলেই সুর চড়ান বাম যুব নেত্রী।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেস দুর্নীতির জাল বিছিয়ে রেখেছে দাসপুরে স্কুল শিক্ষক পদে চাকরি প্রার্থীর মৃত্যূ সরকারের পরিকল্পিত খুন এটা কোনও আত্মহত্যা নয়। রাজ্যের পাশাপাশি কেন্দ্রীয় সরকারকেও আক্রমণের পথে হাঁটেন এই বাম নেত্রী। মঞ্চ থেকেই বাম নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি নিশানা দাগতে গিয়ে বলেন প্রশাসনিক পদে না থেকেও একজন সাংসদ একটি পার্টির নেতা হয়ে কি করে প্রধান উপপ্রধানের মতো জনপ্রতিনিধিকে পদত্যাগ করতে বলেন, তাহলে কি এরমধ্যেও কোনও দুর্নীতি রয়েছে। চন্দ্রকোনার ক্ষীরপাইয়ের হালদারদিঘি মোড়ে সিপিআইএমের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দোপাধ্যায়ের গতকাল পূর্ব মেদিনীপুরে কাঁথির সভা মঞ্চ থেকে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানকে ২৪ ঘণ্টার মধ্যে ইস্তফা দেওয়ার ঘোষণা প্রসঙ্গে এমনই কটাক্ষ করলেন ডিওয়াইএফআই রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখার্জি। এছাড়াও পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বোমা বিস্ফোরণের ঘটনা প্রসঙ্গে মীনাক্ষী মুখার্জি বলেন, পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন সরকার সম্পূর্ণ ব্যর্থ তাই পশ্চিমবঙ্গ বারুদের স্তূপে বসবাস করছে। পুলিশ মন্ত্রী,সরকার যদি ঠিকঠাক করে কাজ করতো তাহলে আজ গোটা রাজ্যজুড়ে বোমা বিস্ফোরণ হতনা আর মানুষ মরতো না।”এদিন ক্ষীরপাইয়ের হালদারদিঘি মোড়ে সিপিআইএমের চোর ধরো জেল ভরো, চোর তাড়াও বাংলা বাঁচাও এই ব্যানারে জনসভায় উপস্থিত হয়ে এভাবেই আক্রমণ শানান ডিওয়াইএফআই রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখার্জি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct