সেক আনোয়ার হোসেন, তমলুক, আপনজন: দিন কয়েক আগে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে বিরোধী দলনেতা একটি সভা করেছিলেন। সেই সভা থেকে উস্কানিকে কেন্দ্র করে ভগবানপুর বিধানসভার বরোজ-২ অঞ্চলের তৃণমল উপ-প্রধান মিহির ভৌমিক আক্রান্ত হন বলে অভিযোগ। শুভেন্দুর সভা থেকেই তার উপর হামলার ষড়যন্ত্র রচনা করা হয়েছে বলে দাবি তৃণমূলের। এদিন তমলুক হাসপাতালে আক্রান্ত মিহির ভৌমিককে দেখতে যান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। একইসঙ্গে প্রশাসনের কাছে দোষীদের গ্রেফতারের আবেদন জানান কুণাল ঘোষ। আক্রান্ত মিহির ভৌমিক জানান, বিজেপি আশ্রিত ২৫-৩০ জন হামলা চালায়। কুণাল ঘোষ জানান, একজন দোষীকেও ছাড়া হবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় কাঁথিতে সভা করবেন। আর তাতেই ভয় পেয়ে শুভেন্দু গণ্ডগোল পাকানোর চেষ্টা করছে, প্ররোচনা দিচ্ছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct