সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: বাস স্ট্যান্ড থাকলেও বাসস্ট্যান্ডে ঢুকছেনা বাস দীর্ঘদিন ধরেই ঘটে চলেছে এই ঘটনা। এবার তারই প্রতিবাদ জানিয়ে বাস আটকে রীতিমতো বিক্ষোভে শামিল হলেন পাত্রসায়ের বাস স্ট্যান্ড কমিটির সদস্য এবং এলাকার ব্যবসায়ীরা। বিক্ষোভকারীদের দাবি , পারমিট থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে পাত্রসায়ের বাসস্ট্যান্ডে ঢুকছে না বাস যার কারণে সমস্যায় পড়তে হচ্ছে এলাকার সাধারণ মানুষ ও এলাকার ব্যবসায়ীদের । পাত্রসায়ের বাসস্ট্যান্ডে না ঢুকে কাকর ডাঙ্গা হয়ে বেরিয়ে যাচ্ছে বাস গুলি । এদিন বেশ কয়েকটি বাস আটকে দেওয়া হয় বিক্ষোভকারীদের তরফে ফলে সমস্যায় পড়তে হয় নিত্য যাত্রীদের । বাস স্ট্যান্ড কমিটির সেক্রেটারি রাজকুমার চক্রবর্তী বলেন , বারবার প্রশাসনকে এই বিষয়ে জানানো হয়েছে কিন্তু তারপরও সমস্যার সমাধান হয়নি। পাত্রসায়ের বাসস্ট্যান্ডে যে সমস্ত বাঁশের ঢোকার পারমিট রয়েছে তারপরেও পাত্রসায়রে না ঢুকে কাকরডাঙ্গা হয়ে বেরিয়ে যাচ্ছে বাসগুলি । যার কারনে সমস্যায় পরতে হচ্ছে সাধারণ মানুষদের। শেখ শাবিবুর রহমান নামে এক বাস চালক বলেন , রাস্তায় অত্যাধিক যানজট থাকায় সঠিক টাইমে কাকরডাঙ্গায় ঢুকতে দেরি হয় সে কারণে পাত্রসায়ের ঢোকা সম্ভব হয় না । রাস্তা যানজট মুক্ত হলে সঠিক সময়ে আসতে পড়লে পাত্রসায়ের ঢোকা সম্ভব হবে বলে জানান তিনি । দুর্জয় বাউরী নামে এক বাস যাত্রী বলেন, বাঁকুড়া থেকে আসছি বর্ধমান যাব কিন্তু এখানে বাস আটকে দেওয়া হয়েছে বলছে আর যাবে না । স্বাভাবিক ভাবেই চরম সমস্যায় পড়তে হচ্ছে আমাদেরকে ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct