আপনজন ডেস্ক: ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি অভিযোগ করেছেন, যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তান তা একাধিকবার লঙ্ঘন করেছে। তিনি বলেন, শনিবার সন্ধ্যায় যুদ্ধবিরতি–সংক্রান্ত যে সমঝোতা হয়েছে পাকিস্তান তা বারবার লঙ্ঘন করছে। ভারতের সশস্ত্র বাহিনী পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘনের ‘যথাযথ ও উপযুক্ত’ জবাব দিচ্ছে। বিক্রম মিশ্রি সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা যুদ্ধবিরতি লঙ্ঘনকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। আমরা পাকিস্তানের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনাগুলো গুরুত্বসহকারে বিবেচনা করে এবং দায়িত্বশীলভাবে পরিস্থিতি মোকাবিলা করে।’ তিনি বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণে কঠোর নজর রাখছে ভারতের সশস্ত্র বাহিনী। আন্তর্জাতিক সীমান্ত ও নিয়ন্ত্রণরেখায় যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা পুনরায় ঘটলে তা কঠোরভাবে মোকাবিলার নির্দেশ দেওয়া হয়েছে সশস্ত্র বাহিনীকে।’
মিশ্রি বলেছেন, ভারত ও পাকিস্তানের ডিজিএমওগুলির মধ্যে আজ সন্ধ্যায় একটি সমঝোতা হয়েছিল যে গত কয়েক দিন ধরে চলমান সামরিক কার্যক্রম বন্ধ করা হবে। কিন্তু তা লঙ্ঘন করে পাকিস্তান। তার বিবৃতি শনিবার রাতেই এসেছে যখন শ্রীনগরে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এমনকী যখন জম্মু ও কাশ্মীরের আকাশে ড্রোন দেখা গেছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে উল্লেখ করা হযেছে। তবে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ শ্রীনগরে বিস্ফোরণের শব্দ শোনার নিশ্চয়তা দিয়েছেন। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্ট লিখেছেন, ‘সবে হওয়া যুদ্ধবিরতি কি তবে ছাইয়ে পরিণত হল? শ্রীনগরজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।’ গুজরাত, পাঞ্জাবেও ড্রোন দেখা গেছে। গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হার্শ সাংহভী টুইট করে বলেন, ‘কচ্ছ জেলার বিভিন্ন স্থানে ড্রোন দেখা গেছে’। তিনি আরও বলেন, এখন সম্পূর্ণ অন্ধকার কার্যকর করা হবে। দয়া করে নিরাপদে থাকুন, আতঙ্কিত হবেন না।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct