আপনজন ডেস্ক: শনিবার পাকিস্তান আন্তর্জাতিক সীমানায় জম্মু জেলার আরএস পুরা সেক্টরে সীমান্তের অপরদিক থেকে গুলি চলার ফলে সীমান্ত নিরাপত্তা বাহিনীর (বিএসএফ) উপ-পরিদর্শক মোহাম্মদ ইমতিয়াজ শহিদ হন এবং সাতজন অন্য কর্মকর্তা আহত হন। একজন উচ্চ পদস্থ সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ) কর্মকর্তা বলেছেন, সহকারী পরিদর্শক মোহাম্মদ ইমতিয়াজ সাহসীভাবে নেতৃত্ব দিয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। সীমান্ত পেরিয়ে পাকিস্তানের গুলি বর্ষণের ফলে সাতজন অন্যান্য সদস্যের সাথে আহত হন ইমতিয়াজ। কিন্তু ইমতিয়াজের আঘাত এতই গুরুতর ছিল যে তার প্রাণ রক্ষা করা সম্ভব হয়নি। অন্য সদস্যরা একটি হাসপাতালে ভর্তি হন। বিএসএফের জম্মু সীমান্তের পক্ষ থেকে এক পোস্টে জানানো হয়েছে, ‘আমরা ১০ মে, ২০২৫ তারিখে আন্তর্জাতিক সীমানা অঞ্চলের আর এস পুওরা এলাকায় সীমান্তের পেরিয়ে পাক গুলি বর্ষণের সময় জাতির সেবায় বিএসএফ-এর সাহসী সহকারী পরিদর্শক মোহাম্মদ ইমতিয়াজ দ্বারা দেওয়া সর্বোচ্চ ত্যাগকে সম্মান জানাই। ওই পোস্টে আরও বলা হয়েছে, বিএসএফের মহাপরিচালক এবং পদাধিকারীরা তার পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। কর্মকর্তা বলেন, রবিবার পলোরায় বিএসএফের জম্মু সীমান্ত সদর দপ্তরে ইমতিয়াজের সম্মানে একটি পুষ্পস্তবক অর্পণের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, বিএসএফের দায়িত্ব ভারত এবং পাকিস্তানের মধ্যে ২,০০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রক্ষার।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct