নিজস্ব প্রতিবেদক, হাওড়া, আপনজন: সারা দেশ সহ এরাজ্যেও ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে আন্দোলন চলবে শনিবার হাওড়ার জগৎবল্লভপুর মায়তাপুর বাজারে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের উদ্যোগে ওয়াকফ সংশোধনীর বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে বলেন মুহাম্মদ কামরুজ্জামান। তিনি বলেন সম্প্রতি মুখ্যমন্ত্রী রাজ্যে ওয়াকফ আন্দোলন না করার যে ফরমান জারি করেছেন তা সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী। আমরা সংবিধানের অধিকারের উপর ভিত্তি করে গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ উপায়ে মোদি সরকারের ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে আন্দোলন রাজ্যের সর্বত্র চালিয়ে যাবো। মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করবো বিজেপি নেতারা যেভাবে রাজ্য জুড়ে বিদ্বেষ ছড়াচ্ছে, হিংসার বাতাবরণ তৈরি করছে অবিলম্বে তাদের বিরুদ্ধে আগে ব্যবস্থা গ্রহণ করুক। আমরা মুসলমানরা সব সময় দেশের আইন ও বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখি। দেশের শান্তি শৃঙ্খলার স্বার্থে কাজ করি। শনিবার এই সমাবেশে মোদি সরকারের ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বে সারা দেশের বিভিন্ন রাজ্যের সঙ্গে এরাজ্যেও দীর্ঘমেয়াদি আন্দোলন চালিয়ে যাওয়ার উপর জোর দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ফুরফুরা শরীফ টাইটেল মাদ্রাসার প্রাক্তন সুপারিনটেনডেন্ট মাওঃ রফিকুল ইসলাম, ফুরফুরা শরীফের পীরজাদা উজায়ের সিদ্দিকী, যুব ফেডারেশনের সহ সম্পাদক হাফেজ নাজমুল আরেফীন, শিক্ষক আলি আকবর, জাকারিয়া জমাদ্দার, সাহাবুদ্দিন আলি, জানে আলম, মোক্তার মোল্লা প্রমুখ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct