নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: এ বছর ১৬ মে থেকে পবিত্র হাজী সাহেবদের নিয়ে হজ্বর প্রথম উড়ান কলকাতা বিমানবন্দর থেকে রহনা দেবে। সেই উপলক্ষ্যে শনিবার নিউ টাউন-এর মদিনাতুল হুজ্জাজ হজ হাউসে এক বিশেষ মিটিং অনুষ্ঠিত হয়। সেখানে রাজ্য হজ কমিটির চেয়ারম্যান সাংসদ খলিলুর রহমান বলেন, রাজ্য সরকার অত্যন্ত তৎপরতার সঙ্গে হজ পরিষেবা প্রদান করে চলেছে। রাজ্য হজ কমিটির চিফ অ্যাডভাইজার সাংসদ নাদিমুল হক বলেন ,বিগত দিনের ন্যায় এবারও সুষ্ঠু পরিষেবা দিতে রাজ্য হজ কমিটি প্রস্তুত দপ্তরের আধিকারিক এবং কর্মীদের অত্যন্ত প্রচেষ্টায় হজ সফলভাবে সম্পন্ন হবে বলে মনে করেন। হজ কমিটির কার্যনির্বাহী আধিকারিক মোহাম্মদ নাকি বলেন, হজ পরিষেবায় কোন খামতি যাতে না থাকে সেজন্য দফায় দফায় বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করা হচ্ছে পাশাপাশি হাজীদের পরিষেবায় সব রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজ্যের সংখ্যালঘু দফতরের নিয়ন্ত্রণাধীন পশ্চিমবঙ্গ হজ কমিটির কর্মীদের কর্ম প্রচেষ্টায় সফলভাবে হজ সম্পন্ন হবে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন হজ কমিটির অন্যতম সদস্য কুতুবুদ্দিন তরফদার, হজ কমিটির সদস্য বিধায়ক ফেরদৌসী বেগম, পীরজাদা আলহাজ্ব রাকিবুল আজিজ, পীরজাদা এ কে এম ফারহাদ শাহজাহান আলী, আব্দুল হামিদ, সামিমা রেহানা প্রমুখ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct