আপনজন ডেস্ক: স্পেনের বার্সেলোনার কাছাকাছি একটি গুদামে আগুন লাগার পর বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়েছে বিষাক্ত ক্লোরিন গ্যাস। এ কারণে স্থানীয় কর্তৃপক্ষ শনিবার এক লাখ ৬০ হাজারের বেশি বাসিন্দাকে ঘরের ভেতর অবস্থান করার নির্দেশ দিয়েছে। স্থানীয় সময় শনিবার ভোরে বার্সেলোনার দক্ষিণে উপকূলবর্তী শহর ভিলানোভা ই লা গেলত্রুর একটি শিল্প গুদামে আগুনের সূত্রপাত হয়। সেখানে সুইমিংপুল পরিষ্কারের রাসায়নিক পদার্থ মজুদ রাখা ছিল বলে জানিয়েছে অঞ্চলটির অগ্নিনির্বাপণ বিভাগ। স্থানীয় সিভিল প্রোটেকশন বিভাগ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায়, ‘আপনি যদি ক্ষতিগ্রস্ত অঞ্চলে থাকেন, তবে ঘর কিংবা কর্মস্থল থেকে বের হবেন না।’ তারা আশপাশের এলাকাবাসীকে দরজা-জানালা বন্ধ করে ঘরের ভেতরেই থাকার পরামর্শ দেয়। ঝুঁকিপূর্ণ এলাকা ত্যারাগোনা শহরের কাছাকাছি পাঁচটি উপকূলীয় জেলাজুড়ে ভিলানোভা ই লা গেলত্রু থেকে ক্যালাফেল পর্যন্ত বিস্তৃত।
আগুনের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে অগ্নিনির্বাপণ বিভাগ।
তারা জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে বড় পরিসরে ইউনিট মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে তারা গ্যাসের স্তম্ভ পর্যবেক্ষণ করছে—পরিবর্তন ও বিষাক্ততার মাত্রা নির্ণয়ের জন্য। এ ছাড়া দুর্গত এলাকায় প্রবেশ ঠেকাতে সড়ক ও ট্রেনস্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে।
গুদামটির মালিক জর্জে ভিনুয়ালেস আলোনসো স্থানীয় রেডিও স্টেশন আরএসি১কে বলেন, ‘ক্লোরিনে সাধারণত আগুন ধরে না, কিন্তু একবার ধরলে তা নেভানো অত্যন্ত কঠিন।’ তিনি আরো জানান, লিথিয়াম ব্যাটারি থেকেই হয়তো আগুনের সূত্রপাত হয়েছে।
ভিলানোভার মেয়র হুয়ান লুইস রুইজ লোপেজ স্পেনের রাষ্ট্রীয় টেলিভিশন টিভিইকে বলেন, আগুন নেভানো গেলে ‘বিষাক্ত গ্যাসের মেঘও ধীরে ধীরে ছড়িয়ে যাবে এবং আরোপিত বিধি-নিষেধ প্রত্যাহার করা যাবে বলে আমরা আশা করছি।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct