আপনজন ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের কট্টর বিরোধী নাভালনির জন্য আরো ২০ বছরের কারাদণ্ড চাইলেন সরকারি আইনজীবীরা। ইতিমধ্যেই বিভিন্ন অভিযোগে ১১ বছরের বেশি সময় জেলে কাটিয়েছেন নাভালনি। তিনি বারবার বলেছেন, তার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা আনা হয়েছে। এবারও তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তিনি উগ্রপন্থার সমর্থক। নাভালনির রাজনৈতিক বন্ধু ইভান ঝাডানভ জানিয়েছেন, রাশিয়ার সরকারি আইনজীবী আদালতের কাছে আবেদন জানিয়েছেন, নাভালনির যেন আরো ২০ বছর জেল হয়। কারণ, তিনি উগ্রপন্থাকে উসকানি দেন, তার জন্য অর্থ সাহায্য করেন। নাভালনি ও তার সঙ্গীদের দাবি, আবার রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই শাস্তি চেয়েছেন সরকারি আইনজীবী। সরকারি সংবাদ সংস্থা তাস জানিয়েছে, আগামী ৪ আগস্ট আদালত রায় জানাবেন। বৃহস্পতিবার আদালতের রুদ্ধদ্বার কক্ষে নাভালনির বিরুদ্ধে মামলার শুনানি চলে। সেখানে নাভালনি ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনের তীব্র নিন্দা করেছেন। নাভালনি বলেছেন, ‘রাশিয়া গরিব মানুষদের হয় কাদার বা রক্তের পুকুরে ফেলে দিচ্ছে। তাদের হাত-পা ভাঙছে। লাখো মানুষ মারা যাচ্ছেন। একুশ শতকের সবচেয়ে বুদ্ধিহীন ও চেতনাহীন লড়াই চলছে।’ ক্রেমলিনের দাবি, তারা এই মামলা নিয়ে কোনো হস্তক্ষেপ করছে না।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct