আজিম শেখ, বীরভূম, আপনজন: মণিপুরে মহিলাদের উপর অত্যাচারের প্রতিবাদে কালো শাড়ি পড়ে প্রতিবাদে পথে নামলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বোলপুরে মহিলাদের নিয়ে মিছিল ও পথসভা করেন তিনি। ছিলেন আরেক মন্ত্রী চন্দ্রনাথ সিংহ সহ অন্যান্য নেতৃত্ব। অগ্নিগর্ভ মণিপুরে প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যের স্বাস্থ্য ও অর্থ প্রতিমন্ত্রী। প্রায় দুই মাস ধরে জাতিগত সংঘর্ষে উত্তপ্ত ছোট্ট রাজ্য মণিপুর। কুকি ও মইতেই দ্বন্দ্বে জ্বলছে রাজ্যটি। ইতিমধ্যেই দুই মহিলাকে নগ্ন করে মারধরের ছবি প্রকাশ্যে আসতেই দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। এমনকি, রাষ্ট্রপতি পুরষ্কার প্রাপ্ত স্বাধীনতা সংগ্রামীর স্ত্রীকে পুড়িয়ে মারার মত নৃশংস ঘটনাও ঘটেছে৷ মণিপুর নিয়ে বিজেপি সরকারের ভূমিকা নিয়ে সরব হয়েছে জোট ‘ইণ্ডিয়া’। বাইশে শ্রাবণ কবি প্রয়াণের দিন মণিপুরে মহিলাদের উপর অত্যাচারের প্রতিবাদে বোলপুরে মিছিল ও পথসভা করেন রাজ্যের স্বাস্থ্য ও অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ছিলেন রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বিধায়ক অভিজিৎ সিংহ, বিকাশ রায়চৌধুরী প্রমুখ৷ বিশেষ করে মহিলাদের নিয়ে কালো শাড়ি পড়ে পথে নামেন মন্ত্রী চন্দ্রিমা।তিনি বলেন, “অগ্নিগর্ভ মণিপুরের পরিস্থিতি নিয়ে বিজেপি বা কেন্দ্রীয় সরকার একটা কথাও উচ্চারণ করেনি। প্রধানমন্ত্রী মাত্র ৬৭ সেকেন্ড কথা বলেই চুপ। মেয়েদের জন্য কিছু বলার সময় নেই তাঁর।”বিজেপির অভিযোগ, মালদায় নারী নির্যাতন নিতে তৃণমূল চুপ কেন? প্রশ্নে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “আমরা চুপ নই। ভুল কথা৷ কোন নারী নির্যাতনের অভিযোগ থাকলে পদক্ষেপ নেওয়া হয়, বাংলাতেই নেওয়া হয়৷ পুলিশ ক্লোজ হয়ে গিয়েছে। মণিপুর নিয়ে বিজেপি কি করেছে ওদের জিজ্ঞাসা করুন।”
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct